Ajker Patrika

অবৈধভাবে গণপূর্তের জলাশয় ভরাট

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১১: ২২
অবৈধভাবে গণপূর্তের জলাশয় ভরাট

মুন্সিগঞ্জের শ্রীনগরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি জলাশয় দখল করে বালু দিয়ে ভরাটের অভিযোগ পাওয়া গেছে পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজউদ্দিন ব্যাপারীর বিরুদ্ধে। শ্রীনগর-দোহার সড়কের মিল্ক ভিটা অফিসের উল্টো পাশে বেশ কয়েক দিন বিনা বাধায় এই ভরাট কার্যক্রম চলছে।

এর আগে মিল্ক ভিটার পূর্ব পাশে একই মন্ত্রণালয়ের আরেকটি জলাশয় ভরাট করে শ্রীনগরের আরেকটি চক্র। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মুন্সিগঞ্জ গণপূর্ত বিভাগের লোকজন গিয়ে ওই ভরাট করা জলাশয় নিজেদের দখলে নেয়।

গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, কুশরিপাড়া মৌজার আরএস ২ নম্বর খতিয়ানে শ্রীনগরে গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের নামে ৪১ দাগে রেকর্ড করা ১ একর ১০ শতাংশের জলাশয়টির একাংশ ইতিমধ্যে ভরাট হয়েছে।

স্থানীয় বেশ কয়েকজন জানান, রমিজউদ্দিন পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর তাঁর জামাতা সোহেলকে দিয়ে প্রথমে এখানে ডাম্প ট্রাকে বালু ফেলে ড্রেজারের মাধ্যমে অন্যের জমি ভরাটের ব্যবসা চালু করেন। তবে কয়েক দিন আগে এখানে বালু ফেলে রোলার দিয়ে তা ঠিক করার সময় স্থানীয়দের কাছে দৃষ্টিগোচর হয় জায়গাটি দখল নেওয়া শুরু করেছেন।

গতকাল দেখা যায়, জলাশয়টি দোহার-শ্রীনগর রাস্তার সমান উঁচু করে ভরাট করা হয়েছে। বালু সংরক্ষণের জন্য বসানো হয়েছে বাঁশের খুঁটি। স্থায়িত্ব বাড়ানোর জন্য মুলি বাঁশের বেড়া দেওয়া হচ্ছে।

গণপূর্তের জমি দখল করে বালু ভরাট বিষয়ে আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, জমিটি গণপূর্ত মন্ত্রণালয়ের এটা সত্য। বালু যা ফেলেছি, তা অন্যত্র সরিয়ে নেব।’ তবে বেড়া দিয়েছেন কেন–এমন প্রশ্নে তিনি কোনো উত্তর দেননি।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মুন্সিগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। তবে জেলা গণপূর্ত অফিসের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, গণপূর্ত বিভাগের জমিগুলোর দখল বুঝে নেওয়ার জন্য সহযোগিতা চেয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন বরাবরে চিঠি দেওয়া হয়েছিল।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, ‘সম্পত্তি দেখভালের দায়িত্ব নিজ নিজ দপ্তরের। তারপরও লোকবলের অভাব বা অন্য কোনো সমস্যা থাকলে প্রশাসন সেটা রক্ষণাবেক্ষণে সহযোগিতা করবে। গণপূর্ত বিভাগ থেকে আমাদের কোনো চিঠি দিয়েছিল কি না তা এ মুহূর্তে মনে করতে পারছি না। তবে শুধু চিঠি ইস্যু না করে তাদেরও সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া জলাশয় ভরাটের ক্ষেত্রেও কিছু বিধিমালা আছে। যদি কেউ নিয়ম অমান্য করে জলাশয় ভরাট করে, তাহলে বিধি মোতাবেক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত