Ajker Patrika

রাজশাহীতে আন্দোলনে দুই হাতে গুলি করা সেই রুবেল কুমিল্লায় আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২: ৩১
রাজশাহীতে আন্দোলনে দুই হাতে গুলি করা সেই রুবেল কুমিল্লায় আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজশাহীতে ছাত্র–জনতার ওপর গুলিবর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেল আটক হয়েছেন। তাঁকে শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কুমিল্লায় আটক করেছে র‍্যাব। 

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‍্যাব জানায়, গত ৫ আগস্ট রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র–জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম রুবেলকে রাত ১২টা ৪৫ মিনিটে কুমিল্লার দাউদকান্দি থেকে আটক করা হয়েছে। 

গত ৫ আগস্ট স্থানীয় যুবলীগ নেতা জহিরুল হক রুবেলকে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে ছাত্র–জনতার ওপর গুলি করতে দেখা যায়। ওই সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরাও অস্ত্র নিয়ে মহড়া দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত