সাইফুল মাসুম, ঢাকা
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর (বাবুবাজার সেতু) নিচের জায়গা দখল করে গড়ে উঠছে অবৈধ বাজার। এই বাজারে মুদি, মাছ, মাংসের দোকানসহ রয়েছে দুই শতাধিক দোকান। দুই বছরের বেশি সময় ধরে চলছে বাজারটি। বাজারের দোকানগুলো থেকে প্রতিবছর প্রায় দুই কোটি টাকা ভাড়া ওঠে। স্থানীয় আওয়ামী লীগের নেতারাই তা ভাগ-বাঁটোয়ারা করে নেন। সরকার কোনো রাজস্ব পায় না।
প্রশাসনের নাকের ডগায় বাজারটি চললেও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলছেন, তিনি কিছুই জানেন না। স্থানীয়রা জানান, ক্ষমতাসীনদের ইশারায় এসব হচ্ছে, ফলে প্রশাসন দেখেও দেখে না। অথচ রাস্তার মাঝখানে বাজার জমে ওঠায় দুই পাশের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, বুড়িগঙ্গার দ্বিতীয় সেতুর কেরানীগঞ্জ অংশের নিচে বেশ রমরমা বাজার জমেছে। শত শত দোকানি তাঁদের পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন। ক্রেতাদেরও রয়েছে উপচে পড়া ভিড়। এর মধ্যে আছে একটি ট্রাংক তৈরির কারখানা ও আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ও।
বাজারের চারপাশে পাকা সীমানাপ্রাচীর তৈরির কাজ করতে দেখা গেল কয়েকজন রাজমিস্ত্রিকে। লোকমান নামের এক মিস্ত্রি জানান, খুশি চেয়ারম্যানের নির্দেশে তাঁরা রাস্তার মাঝে দেয়াল তুলছেন।
জানতে চাইলে কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শাহ (খুশি) আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকার চেয়ারম্যান হলেও আমি মুখ খুলতে পারব না। এসবের মধ্যে আমি নাই, আমি হারাম খাই না। এর সঙ্গে ওপরের লেভেলের হাত আছে।’
বাজারে কথা হয় মুদিদোকানি সোহাগের সঙ্গে। তিনি জানান, মাসে সাড়ে সাত হাজার টাকা ভাড়া দিয়ে দোকান চালান তিনি। এর বাইরে আলাদা করে বিদ্যুৎ বিল ও ঝাড়ুদারকে টাকা দিতে হয়।
আরেক ব্যবসায়ী ফিরোজ আহমেদ তাঁর দোকানে পাঁচমিশালি মসলা বিক্রি করেন। তিনিও মাসে সাড়ে সাত হাজার টাকা ভাড়া দেন বলে জানালেন।সেই হিসাবে ২০০ দোকান থেকে ভাড়া আদায় হয় ১৫ লাখ টাকা। বছরে অঙ্কটি দাঁড়ায় ১ কোটি ৮০ লাখ টাকা। গত দুই বছরে বাজার থেকে এভাবেই ভাড়া আদায় হচ্ছে। এর বাইরে এককালীন বরাদ্দের নামে শতাধিক মাছ ও মাংস ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া হয়েছে এক থেকে দুই লাখ টাকা করে।
মাছ বিক্রেতা সোহরাব হোসেন জানান, মাছ বিক্রির জন্য ৩৬ ইঞ্চি খোলা জায়গা বরাদ্দ পেয়েছেন তিনি। এ জন্য তাঁকে এককালীন ১ লাখ ১০ হাজার টাকা দিতে হয়েছে। এ ছাড়া প্রতিদিন আলাদা সার্ভিস চার্জ দিতে হচ্ছে।
বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটুর নেতৃত্বে এই অবৈধ বাজার পরিচালিত হচ্ছে। টিটুর হয়ে প্রতি মাসে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করেন জাহাঙ্গীর নামের এক চা-দোকানি। এই টাকা কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের ক্ষমতাসীনেরা নিজেদের মধ্যে ভাগ করে নেন।
এ বিষয়ে জানতে চাইলে মীর আসাদ হোসেন টিটু বলেন, ‘বিদ্যুৎমন্ত্রী (প্রতিমন্ত্রী) মহোদয়কে জিজ্ঞেস করেন। এটা তো অবৈধ কিছু নয়। আমরা তো শুধু দোকান করিনি, মানুষের হাঁটার জায়গা করেছি। ফুটবল খেলার মাঠ ও পাবলিক টয়লেট করেছি। মন্ত্রী মহোদয় নিজের অর্থায়নে এসব করে দিয়েছেন।’ দোকানভাড়ার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আসেন, চা খেতে খেতে আলাপ করি।’
সেতুর নিচের অবৈধ বাজারের বিষয়ে জানতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ফোন করা হয়েছিল। বাজারের বিষয়টি বলার পরই তিনি ফোন কেটে দেন। পরে আবার ফোন করলে তিনি রাগত স্বরে বলেন, ‘সামনাসামনি এসো, কথা বলব।’
দুই বছর ধরে চললেও বাজারটি নজরে আসেনি বলে জানালেন কেরানীগঞ্জ উপজেলার ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা প্রশাসনের নিয়ম অনুসারে এটা বাজার হিসেবে ঘোষণা হয়নি। ফলে ইজারা আদায়ের প্রশ্নই আসে না। আমি খবর নিয়ে দেখব, রাস্তার ওপর এমন বাজার হলে ব্যবস্থা নেব।’
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর (বাবুবাজার সেতু) নিচের জায়গা দখল করে গড়ে উঠছে অবৈধ বাজার। এই বাজারে মুদি, মাছ, মাংসের দোকানসহ রয়েছে দুই শতাধিক দোকান। দুই বছরের বেশি সময় ধরে চলছে বাজারটি। বাজারের দোকানগুলো থেকে প্রতিবছর প্রায় দুই কোটি টাকা ভাড়া ওঠে। স্থানীয় আওয়ামী লীগের নেতারাই তা ভাগ-বাঁটোয়ারা করে নেন। সরকার কোনো রাজস্ব পায় না।
প্রশাসনের নাকের ডগায় বাজারটি চললেও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলছেন, তিনি কিছুই জানেন না। স্থানীয়রা জানান, ক্ষমতাসীনদের ইশারায় এসব হচ্ছে, ফলে প্রশাসন দেখেও দেখে না। অথচ রাস্তার মাঝখানে বাজার জমে ওঠায় দুই পাশের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, বুড়িগঙ্গার দ্বিতীয় সেতুর কেরানীগঞ্জ অংশের নিচে বেশ রমরমা বাজার জমেছে। শত শত দোকানি তাঁদের পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন। ক্রেতাদেরও রয়েছে উপচে পড়া ভিড়। এর মধ্যে আছে একটি ট্রাংক তৈরির কারখানা ও আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ও।
বাজারের চারপাশে পাকা সীমানাপ্রাচীর তৈরির কাজ করতে দেখা গেল কয়েকজন রাজমিস্ত্রিকে। লোকমান নামের এক মিস্ত্রি জানান, খুশি চেয়ারম্যানের নির্দেশে তাঁরা রাস্তার মাঝে দেয়াল তুলছেন।
জানতে চাইলে কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শাহ (খুশি) আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকার চেয়ারম্যান হলেও আমি মুখ খুলতে পারব না। এসবের মধ্যে আমি নাই, আমি হারাম খাই না। এর সঙ্গে ওপরের লেভেলের হাত আছে।’
বাজারে কথা হয় মুদিদোকানি সোহাগের সঙ্গে। তিনি জানান, মাসে সাড়ে সাত হাজার টাকা ভাড়া দিয়ে দোকান চালান তিনি। এর বাইরে আলাদা করে বিদ্যুৎ বিল ও ঝাড়ুদারকে টাকা দিতে হয়।
আরেক ব্যবসায়ী ফিরোজ আহমেদ তাঁর দোকানে পাঁচমিশালি মসলা বিক্রি করেন। তিনিও মাসে সাড়ে সাত হাজার টাকা ভাড়া দেন বলে জানালেন।সেই হিসাবে ২০০ দোকান থেকে ভাড়া আদায় হয় ১৫ লাখ টাকা। বছরে অঙ্কটি দাঁড়ায় ১ কোটি ৮০ লাখ টাকা। গত দুই বছরে বাজার থেকে এভাবেই ভাড়া আদায় হচ্ছে। এর বাইরে এককালীন বরাদ্দের নামে শতাধিক মাছ ও মাংস ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া হয়েছে এক থেকে দুই লাখ টাকা করে।
মাছ বিক্রেতা সোহরাব হোসেন জানান, মাছ বিক্রির জন্য ৩৬ ইঞ্চি খোলা জায়গা বরাদ্দ পেয়েছেন তিনি। এ জন্য তাঁকে এককালীন ১ লাখ ১০ হাজার টাকা দিতে হয়েছে। এ ছাড়া প্রতিদিন আলাদা সার্ভিস চার্জ দিতে হচ্ছে।
বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটুর নেতৃত্বে এই অবৈধ বাজার পরিচালিত হচ্ছে। টিটুর হয়ে প্রতি মাসে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করেন জাহাঙ্গীর নামের এক চা-দোকানি। এই টাকা কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের ক্ষমতাসীনেরা নিজেদের মধ্যে ভাগ করে নেন।
এ বিষয়ে জানতে চাইলে মীর আসাদ হোসেন টিটু বলেন, ‘বিদ্যুৎমন্ত্রী (প্রতিমন্ত্রী) মহোদয়কে জিজ্ঞেস করেন। এটা তো অবৈধ কিছু নয়। আমরা তো শুধু দোকান করিনি, মানুষের হাঁটার জায়গা করেছি। ফুটবল খেলার মাঠ ও পাবলিক টয়লেট করেছি। মন্ত্রী মহোদয় নিজের অর্থায়নে এসব করে দিয়েছেন।’ দোকানভাড়ার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আসেন, চা খেতে খেতে আলাপ করি।’
সেতুর নিচের অবৈধ বাজারের বিষয়ে জানতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ফোন করা হয়েছিল। বাজারের বিষয়টি বলার পরই তিনি ফোন কেটে দেন। পরে আবার ফোন করলে তিনি রাগত স্বরে বলেন, ‘সামনাসামনি এসো, কথা বলব।’
দুই বছর ধরে চললেও বাজারটি নজরে আসেনি বলে জানালেন কেরানীগঞ্জ উপজেলার ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা প্রশাসনের নিয়ম অনুসারে এটা বাজার হিসেবে ঘোষণা হয়নি। ফলে ইজারা আদায়ের প্রশ্নই আসে না। আমি খবর নিয়ে দেখব, রাস্তার ওপর এমন বাজার হলে ব্যবস্থা নেব।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৪ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৩ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫