স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার পর প্রাণনাশের হুমকি

বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৩৪
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৩৮

বরগুনা সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাইম ইসলাম নামের এক বখাটের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। মামলাটি তুলে না নিলে ছাত্রীকে ধর্ষণ ও হত্যা এবং তার পরিবারকে এলাকা ছাড়া করার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

ওই ছাত্রীর মা বলেন, পাঁচ মেয়ে রেখে তাঁর স্বামী মারা যান ২০১৪ সালে। এরপর থেকে তিনি স্থানীয় একটি বাজারের সড়কের পাশে পিঠা বিক্রি করে আসছেন। এরই মধ্যে তিন মেয়ের বিয়ে দিয়েছেন। চতুর্থ মেয়ে স্থানীয় একটি স্কুলে ১০ম শ্রেণিতে পড়ে। বখাটে নাইম দুই বছর ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছেন। এ নিয়ে নাইমের মা-বাবা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে একাধিকবার অভিযোগ দিয়েছেন। এই প্রেক্ষাপটে গত ৮ জানুয়ারি সন্ধ্যায় ঘরে ঢুকে নাইম তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় চিৎকার শুনে তাঁর বড় দুই মেয়ে ছুটে এসে নাইমকে আটক করেন। ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। তবে পুলিশ আসার আগেই নাইম ধস্তাধস্তি করে পালিয়ে যান। পরে পুলিশের পরামর্শে ১১ জানুয়ারি তিনি বাদী হয়ে নাইমের নামে মামলা করেন।

ছাত্রীর এক বড় বোন বলেন, ‘আমার বিয়ে হয়েছে। বোনকে নিয়ে ঝামেলার খবর শুনে বাবার বাড়ি এসেছি। অনেকের কাছে বিষয়টি জানিয়েছি। এতে ক্ষুব্ধ হয়ে নাইম আমার বোনকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় মামলার পর নাইম আমার বোনকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া শুরু করেছে। মামলা তুলে না নিলে আমাদের এলাকা ছাড়া করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে।’

ভুক্তভোগী ছাত্রী বলে, ‘নাইমকে এলাকায় বখাটে হিসেবে সবাই চেনে। মামলা করায় এখন আমাদের গোটা পরিবার এক ধরনের অবরুদ্ধ অবস্থায় আছি।’

স্থানীয় এক ইউপি সদস্য বলেন, ‘নাইমের বিরুদ্ধে এলাকার আরও অনেক মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ পাওয়া গেছে। ওই সন্ধ্যার ঘটনায় ছাত্রীর মাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।’

নাইম পলাতক রয়েছেন। তবে তাঁর মা বলেন, ‘আমার ছেলে নাইম ওই দিন ওদের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় মেয়েরা ধরে তাকে মেরেছে। আমিও মামলা করতে গিয়েছিলাম। কিন্তু থানা মামলা নেয়নি। আমরা ওদের কোনো হুমকি দিইনি।’

সদর থানার ওসি আলী আহমেদ বলেন, ‘আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। আমরা স্কুলছাত্রী ও তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত