আমানুর রহমান রনি, ঢাকা
এক মাসের প্রেম। বিয়ের পর ঢাকা আনার কথা বলে ইটভাটার এক নারী শ্রমিককে দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে দেন যুবক। তিন মাস পর ওই নারী কৌশলে পালিয়ে বাঁচলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তাঁর চোখে ভাসে যৌনপল্লির বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি। পলাতক পাচারকারী এখন মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছেন।
ওই নারী আজকের পত্রিকাকে বলেন, ‘যাকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম, সেই আমাকে মাত্র ৪০ হাজার টাকায় যৌনপল্লিতে বিক্রি করে দেয়। তার ফাঁদে পড়ে আমার সব শেষ। এখন বিচারের জন্য লড়াই করছি। মামলা তুলতে আসামি আমার বাড়ির পাশে কাফনের কাপড় পাঠিয়ে দুই দফায় হুমকি দিয়েছে। পুলিশ তাকে ধরতে পারছে না। সে ঘুরে বেড়ায়।’
ইটভাটা থেকে যৌনপল্লিতে
২০২২ সালের ঘটনা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার স্বামী পরিত্যক্তা এই নারী উপজেলার গোহাট মুন্সিগঞ্জের হাসু মিয়ার ইটভাটায় কাজ করতেন। সেখানে আলমডাঙ্গার হৈয়দারপুর মুন্সিগঞ্জের মনিরুল ইসলামের ছেলে রিংকু আলী নামে এক যুবকও শ্রমিক হিসেবে ছিলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেম হয়। ২০২২ সালের ১৩ মে রিংকু ২ লাখ টাকা দেনমোহরে ওই নারীকে বিয়ে করেন। বিয়ের তিন মাস পরই রিংকু বিভিন্ন অজুহাতে তাঁর কাছ থেকে টাকা নিতেন। একসময় রিংকুকে তাঁর সন্দেহ হয়।
খোঁজ নিয়ে জানতে পারেন, রিংকুর বাড়িতে স্ত্রী ও সন্তান আছে। এ নিয়ে রিংকুর সঙ্গে তাঁর কলহ শুরু হয়। রিংকু তখন দাবি করেন, প্রথম স্ত্রী তাঁর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন। তালাক দিতে ৩০ হাজার টাকা লাগবে। ওই নারী আবার রিংকুকে ৩০ হাজার টাকা দেন। ২০২২ সালের ২৬ আগস্ট রিংকু ওই নারীকে বাড়ি নিয়ে যান। প্রথম স্ত্রীকে তালাক দিতে আরও অনেক টাকা লাগবে বলে তাঁকে গার্মেন্টসে চাকরি করার অনুরোধ করেন রিংকু। ২৮ নভেম্বর সকালে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ থেকে দুজন বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন। বাসে বমি পাওয়ায় বমির ট্যাবলেট ও পানি চান ওই নারী। সকাল ১০টার দিকে বাস দৌলতদিয়া ফেরিঘাটের জ্যামে পড়লে রিংকু বাস থেকে নেমে একটি ট্যাবলেট এবং অর্ধেক বোতল পানি এনে দেন। ট্যাবলেট খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই নারী ঘুমিয়ে পড়েন।
ঘুম থেকে উঠে নিজেকে একটি বদ্ধ কক্ষে আবিষ্কার করেন ওই নারী। ঘটনার বর্ণনায় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘুম থেকে উঠে দেখি, আমি একটি অন্ধকার ছোট্ট ঘরের মধ্যে পড়ে আছি। ঘরটির দরজা জানালা সব বন্ধ। রুমের ভেতরের দেয়ালে একটি ঘড়ি। সেটিতে তখন বেলা ১১টা ৩৪ মিনিট। তবে আমার জিনিসপত্র, মোবাইল কিছুই নেই। স্বামীকে খুঁজছি, তাকেও পাচ্ছি না।’
ওই নারী আরও বলেন, ‘কিছুক্ষণ পর একজন নারী আসে আমার কক্ষে। তার নাম আমি পড়ে জেনেছি, রোজিনা। বাড়ি কুমিল্লা। সে আমাকে জিজ্ঞেস করে, আমি কোথায় আছি, সেটি জানি কি না। আমি তাকে বলি, না। সে আমাকে বলল, এটা দৌলতদিয়া যৌনপল্লি। সে আমাকে আরও বলে, এখানে আমাকে কেউ জবাই করলেও দেখার বা জানার কেউ নেই। সর্দারের কথা মতো চলতে হবে। তাঁর কথা না শুনলেই নির্যাতন সহ্য করতে হবে।’
‘আমি ভয় পেয়ে যাই। ভয়ে কাঁপতে থাকি। ওই দিন আমি আর রুম থেকে বের হইনি। কী করব, তাও বুঝতে পারছিলাম না। কান্না করেছি দিন-রাত।’
পরের দিন বাইরে বের হন ওই নারী। তিনি দেখতে পান সেখানে বিভিন্ন বয়সের নারী রয়েছেন। তাঁর কক্ষ নম্বর ১১১। যৌনপল্লিতে নেওয়ার পরদিনই সর্দার বিভিন্ন ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। কথামতো কাজ করতে আপত্তি করলেই লাঠি দিয়ে মারধর করা হয়। সিগারেটের আগুন দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়া হয়। সেখানে আনার পরদিনই সর্দার তাঁর শরীরে একটি ইনজেকশন দেন। ওই দিনই তাঁকে একাধিক পুরুষ ধর্ষণ করে।
মায়ের মামলা
বাবার বাড়ি থেকে এনে যৌনপল্লিতে বিক্রি করে দিয়েছেন রিংকু। আর তাঁর পরিবারকে জানিয়েছেন, তিনি নিখোঁজ। কিন্তু রিংকুকে তাঁর মায়ের সন্দেহ হয়। স্ত্রীকে খোঁজার কোনো গরজ তাঁর মধ্যে দেখা যাচ্ছিল না। গত বছরের ৮ অক্টোবর ওই নারীর মা রিংকুর বাড়িতে যান। মেয়েকে না পেয়ে আলমডাঙ্গা থানায় রিংকুর বিরুদ্ধে মামলা করতে যান। তবে থানা-পুলিশ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পুলিশের পরামর্শ অনুযায়ী ১৭ অক্টোবর চুয়াডাঙ্গার আদালতে অপহরণ করে হত্যা ও লাশ গুমের অভিযোগ এনে নালিশি মামলা করেন। মামলায় রিংকু আলী, তাঁর মা আনজিয়া খাতুন অনজু, বাবা মনিরুল ইসলাম এবং রিংকুর প্রথম স্ত্রী অনিতা খাতুন ফারজানাকে আসামি করা হয়।
যৌনপল্লি থেকে পলায়ন
ঘটনার তিন মাস পর গত বছরের ১৬ নভেম্বর রাতে চার নারীর সঙ্গে যৌনপল্লির বাইরের একটি পারলারে যাওয়ার সুযোগ পান ওই ভুক্তভোগী। তাঁদের মধ্যে দুজন পারলারের ভেতরে যান। তিনিসহ তিনজন পারলারের বাইরে অপেক্ষা করতে থাকেন। সুযোগ বুঝে তিনি সটকে পড়েন। পারলারে খরচের জন্য যে ২৫০ টাকা পেয়েছিলেন, সেটি নিয়ে বাড়ির পথের বাসে ওঠেন। ভোরে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাবার বাড়িতে ওঠেন। তাঁর বাড়িতে যাওয়ার কথা শুনে গা-ঢাকা দেন রিংকু। পরে মুখ না খুলতে হুমকি-ধমকিও দেন।
ফিরে আসায় ঘুরে যায় মামলা
মা আদালতে মামলা করার এক মাসের মধ্যে ফিরে আসেন ওই নারী। এতে মামলার মোড় ঘুরে যায়। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঝিনাইদহের জেলা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইর পরিদর্শক সরদার বাবর আলী ভুক্তভোগীকে নিয়ে আদালতে যান। গত ১ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে জবানবন্দি দেন তিনি। গত ফেব্রুয়ারির শেষ দিকে মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্ত কর্মকর্তা।
মানব পাচার আইনে পিবিআইয়ের দেওয়া অভিযোগপত্রে কেবল রিংকু আলীকে আসামি করা হয়েছে। তবে পুলিশ তাঁকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। তাঁর বিরুদ্ধে মানব পাচার, অপহরণ ও দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগ আনা হয়েছে। তবে মামলা থেকে রিংকুর মা, বাবা ও প্রথম স্ত্রীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পিবিআইয়ের ঝিনাইদহের জেলা পুলিশ সুপার মুহাম্মদ মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দিয়েছি। আসামিকে গ্রেপ্তার করা যায়নি। থানা-পুলিশ ও আমরা তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’
এক মাসের প্রেম। বিয়ের পর ঢাকা আনার কথা বলে ইটভাটার এক নারী শ্রমিককে দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে দেন যুবক। তিন মাস পর ওই নারী কৌশলে পালিয়ে বাঁচলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তাঁর চোখে ভাসে যৌনপল্লির বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি। পলাতক পাচারকারী এখন মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছেন।
ওই নারী আজকের পত্রিকাকে বলেন, ‘যাকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম, সেই আমাকে মাত্র ৪০ হাজার টাকায় যৌনপল্লিতে বিক্রি করে দেয়। তার ফাঁদে পড়ে আমার সব শেষ। এখন বিচারের জন্য লড়াই করছি। মামলা তুলতে আসামি আমার বাড়ির পাশে কাফনের কাপড় পাঠিয়ে দুই দফায় হুমকি দিয়েছে। পুলিশ তাকে ধরতে পারছে না। সে ঘুরে বেড়ায়।’
ইটভাটা থেকে যৌনপল্লিতে
২০২২ সালের ঘটনা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার স্বামী পরিত্যক্তা এই নারী উপজেলার গোহাট মুন্সিগঞ্জের হাসু মিয়ার ইটভাটায় কাজ করতেন। সেখানে আলমডাঙ্গার হৈয়দারপুর মুন্সিগঞ্জের মনিরুল ইসলামের ছেলে রিংকু আলী নামে এক যুবকও শ্রমিক হিসেবে ছিলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেম হয়। ২০২২ সালের ১৩ মে রিংকু ২ লাখ টাকা দেনমোহরে ওই নারীকে বিয়ে করেন। বিয়ের তিন মাস পরই রিংকু বিভিন্ন অজুহাতে তাঁর কাছ থেকে টাকা নিতেন। একসময় রিংকুকে তাঁর সন্দেহ হয়।
খোঁজ নিয়ে জানতে পারেন, রিংকুর বাড়িতে স্ত্রী ও সন্তান আছে। এ নিয়ে রিংকুর সঙ্গে তাঁর কলহ শুরু হয়। রিংকু তখন দাবি করেন, প্রথম স্ত্রী তাঁর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন। তালাক দিতে ৩০ হাজার টাকা লাগবে। ওই নারী আবার রিংকুকে ৩০ হাজার টাকা দেন। ২০২২ সালের ২৬ আগস্ট রিংকু ওই নারীকে বাড়ি নিয়ে যান। প্রথম স্ত্রীকে তালাক দিতে আরও অনেক টাকা লাগবে বলে তাঁকে গার্মেন্টসে চাকরি করার অনুরোধ করেন রিংকু। ২৮ নভেম্বর সকালে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ থেকে দুজন বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন। বাসে বমি পাওয়ায় বমির ট্যাবলেট ও পানি চান ওই নারী। সকাল ১০টার দিকে বাস দৌলতদিয়া ফেরিঘাটের জ্যামে পড়লে রিংকু বাস থেকে নেমে একটি ট্যাবলেট এবং অর্ধেক বোতল পানি এনে দেন। ট্যাবলেট খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই নারী ঘুমিয়ে পড়েন।
ঘুম থেকে উঠে নিজেকে একটি বদ্ধ কক্ষে আবিষ্কার করেন ওই নারী। ঘটনার বর্ণনায় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘুম থেকে উঠে দেখি, আমি একটি অন্ধকার ছোট্ট ঘরের মধ্যে পড়ে আছি। ঘরটির দরজা জানালা সব বন্ধ। রুমের ভেতরের দেয়ালে একটি ঘড়ি। সেটিতে তখন বেলা ১১টা ৩৪ মিনিট। তবে আমার জিনিসপত্র, মোবাইল কিছুই নেই। স্বামীকে খুঁজছি, তাকেও পাচ্ছি না।’
ওই নারী আরও বলেন, ‘কিছুক্ষণ পর একজন নারী আসে আমার কক্ষে। তার নাম আমি পড়ে জেনেছি, রোজিনা। বাড়ি কুমিল্লা। সে আমাকে জিজ্ঞেস করে, আমি কোথায় আছি, সেটি জানি কি না। আমি তাকে বলি, না। সে আমাকে বলল, এটা দৌলতদিয়া যৌনপল্লি। সে আমাকে আরও বলে, এখানে আমাকে কেউ জবাই করলেও দেখার বা জানার কেউ নেই। সর্দারের কথা মতো চলতে হবে। তাঁর কথা না শুনলেই নির্যাতন সহ্য করতে হবে।’
‘আমি ভয় পেয়ে যাই। ভয়ে কাঁপতে থাকি। ওই দিন আমি আর রুম থেকে বের হইনি। কী করব, তাও বুঝতে পারছিলাম না। কান্না করেছি দিন-রাত।’
পরের দিন বাইরে বের হন ওই নারী। তিনি দেখতে পান সেখানে বিভিন্ন বয়সের নারী রয়েছেন। তাঁর কক্ষ নম্বর ১১১। যৌনপল্লিতে নেওয়ার পরদিনই সর্দার বিভিন্ন ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। কথামতো কাজ করতে আপত্তি করলেই লাঠি দিয়ে মারধর করা হয়। সিগারেটের আগুন দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়া হয়। সেখানে আনার পরদিনই সর্দার তাঁর শরীরে একটি ইনজেকশন দেন। ওই দিনই তাঁকে একাধিক পুরুষ ধর্ষণ করে।
মায়ের মামলা
বাবার বাড়ি থেকে এনে যৌনপল্লিতে বিক্রি করে দিয়েছেন রিংকু। আর তাঁর পরিবারকে জানিয়েছেন, তিনি নিখোঁজ। কিন্তু রিংকুকে তাঁর মায়ের সন্দেহ হয়। স্ত্রীকে খোঁজার কোনো গরজ তাঁর মধ্যে দেখা যাচ্ছিল না। গত বছরের ৮ অক্টোবর ওই নারীর মা রিংকুর বাড়িতে যান। মেয়েকে না পেয়ে আলমডাঙ্গা থানায় রিংকুর বিরুদ্ধে মামলা করতে যান। তবে থানা-পুলিশ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পুলিশের পরামর্শ অনুযায়ী ১৭ অক্টোবর চুয়াডাঙ্গার আদালতে অপহরণ করে হত্যা ও লাশ গুমের অভিযোগ এনে নালিশি মামলা করেন। মামলায় রিংকু আলী, তাঁর মা আনজিয়া খাতুন অনজু, বাবা মনিরুল ইসলাম এবং রিংকুর প্রথম স্ত্রী অনিতা খাতুন ফারজানাকে আসামি করা হয়।
যৌনপল্লি থেকে পলায়ন
ঘটনার তিন মাস পর গত বছরের ১৬ নভেম্বর রাতে চার নারীর সঙ্গে যৌনপল্লির বাইরের একটি পারলারে যাওয়ার সুযোগ পান ওই ভুক্তভোগী। তাঁদের মধ্যে দুজন পারলারের ভেতরে যান। তিনিসহ তিনজন পারলারের বাইরে অপেক্ষা করতে থাকেন। সুযোগ বুঝে তিনি সটকে পড়েন। পারলারে খরচের জন্য যে ২৫০ টাকা পেয়েছিলেন, সেটি নিয়ে বাড়ির পথের বাসে ওঠেন। ভোরে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাবার বাড়িতে ওঠেন। তাঁর বাড়িতে যাওয়ার কথা শুনে গা-ঢাকা দেন রিংকু। পরে মুখ না খুলতে হুমকি-ধমকিও দেন।
ফিরে আসায় ঘুরে যায় মামলা
মা আদালতে মামলা করার এক মাসের মধ্যে ফিরে আসেন ওই নারী। এতে মামলার মোড় ঘুরে যায়। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঝিনাইদহের জেলা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইর পরিদর্শক সরদার বাবর আলী ভুক্তভোগীকে নিয়ে আদালতে যান। গত ১ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে জবানবন্দি দেন তিনি। গত ফেব্রুয়ারির শেষ দিকে মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্ত কর্মকর্তা।
মানব পাচার আইনে পিবিআইয়ের দেওয়া অভিযোগপত্রে কেবল রিংকু আলীকে আসামি করা হয়েছে। তবে পুলিশ তাঁকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। তাঁর বিরুদ্ধে মানব পাচার, অপহরণ ও দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগ আনা হয়েছে। তবে মামলা থেকে রিংকুর মা, বাবা ও প্রথম স্ত্রীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পিবিআইয়ের ঝিনাইদহের জেলা পুলিশ সুপার মুহাম্মদ মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দিয়েছি। আসামিকে গ্রেপ্তার করা যায়নি। থানা-পুলিশ ও আমরা তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪