কয়রা প্রতিনিধি
কয়রার কালিকাপুর গ্রামে প্রতারণার মাধ্যমে রফিকুল ইসলাম গাজী (৭১) নামের এক মানসিক প্রতিবন্ধীর ১৩ শতাংশ জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। একই গ্রামের হাবিবুর রহমান ও মহসীন গাজীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। গত ১৬ মার্চ এ ঘটনা ঘটলেও গতকাল রোববার বিষয়টি জানাজানি হয়। ঘটনা জানতে পেরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
অভিযোগপত্র থেকে জানা গেছে, রফিকুল ইসলাম কালিকাপুর গ্রামের মৃত আনছার আলী গাজীর ছেলে। ১৬ মার্চ রফিকুল ইসলামকে তাঁর বাড়ির সামনের সড়ক থেকে ডেকে নিয়ে সাব-রেজিস্ট্রারের অফিসে নিয়ে যান হাবিবুর ও মহসীন। পরে স্থানীয় একটি হোটেলে খাওয়ানোর পর দলিলে টিপসই নিয়ে রফিকুলের নামে থাকা ১৩ শতাংশ জমি নিজেদের নামে লিখে নেন হাবিবুর ও মহসীন। পরে রফিকুলের হাতে ২৫০ টাকা ধরিয়ে দিয়ে একটি ভ্যানে করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ঘটনা জানাজানির হলে রেজিস্ট্রার অফিসে খোঁজ নিয়ে নিশ্চিত হয় প্রতিবন্ধীর পরিবারের সদস্যরা।
প্রতিবন্ধী রফিকুল গাজীর ছোট ভাই আবু বকর সিদ্দিক বলেন, ‘ঘটনা জানার পর হাবিবুর ও মহসীনের কাছে জানতে চাইলে তাঁরা প্রথমে অস্বীকার করেন। পরে সাব-রেজিস্ট্রার অফিস থেকে দলিলের সার্টিফায়েড কপি তুলে আনা হলে তাঁরা নানা হুমকি-ধমকি দিয়ে আমাদের চুপ থাকতে বলেন।’
স্থানীয় মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি বলেন, ‘রফিকুল মানসিক প্রতিবন্ধী এটা এলাকার সবাই জানে। খুলনার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তাঁর চিকিৎসা চলছে। এ অবস্থায় রফিকুলের দুর সম্পর্কের দুই ভাইপো প্রতারণার মাধ্যমে তাঁর (রফিকুলের) নামে থাকা জমির কোবলা দলিল করে নিয়েছেন। বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।’
সাব-রেজিস্ট্রার দিপঙ্কর দাস বলেন, ‘ওই ব্যক্তির অসুস্থতার কথা বলে দুজন লোক আমার কাছে আসেন। জমি রেজিস্ট্রির ব্যাপারে রফিকুলের সম্মতি পেয়ে আমি তার অনুমোদন দিই। পরে জানতে পারি তিনি মানসিক প্রতিবন্ধী। এ বিষয়ে রফিকুলের পরিবারকে হাবিবুর ও মহসীনের বিরুদ্ধে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত মহসীনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন প্রতিবন্ধীর জমি লিখে নেইনি। সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের সার্টিফায়েড কপিতে দেখা যাচ্ছে আপনি প্রতিবন্ধীর কাছ থেকে লিখে নিয়েছেন এ কথা বলার পর পরে কথা বলব বলে তিনি মুঠোফোন কেটে দেন।
কয়রার কালিকাপুর গ্রামে প্রতারণার মাধ্যমে রফিকুল ইসলাম গাজী (৭১) নামের এক মানসিক প্রতিবন্ধীর ১৩ শতাংশ জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। একই গ্রামের হাবিবুর রহমান ও মহসীন গাজীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। গত ১৬ মার্চ এ ঘটনা ঘটলেও গতকাল রোববার বিষয়টি জানাজানি হয়। ঘটনা জানতে পেরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
অভিযোগপত্র থেকে জানা গেছে, রফিকুল ইসলাম কালিকাপুর গ্রামের মৃত আনছার আলী গাজীর ছেলে। ১৬ মার্চ রফিকুল ইসলামকে তাঁর বাড়ির সামনের সড়ক থেকে ডেকে নিয়ে সাব-রেজিস্ট্রারের অফিসে নিয়ে যান হাবিবুর ও মহসীন। পরে স্থানীয় একটি হোটেলে খাওয়ানোর পর দলিলে টিপসই নিয়ে রফিকুলের নামে থাকা ১৩ শতাংশ জমি নিজেদের নামে লিখে নেন হাবিবুর ও মহসীন। পরে রফিকুলের হাতে ২৫০ টাকা ধরিয়ে দিয়ে একটি ভ্যানে করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ঘটনা জানাজানির হলে রেজিস্ট্রার অফিসে খোঁজ নিয়ে নিশ্চিত হয় প্রতিবন্ধীর পরিবারের সদস্যরা।
প্রতিবন্ধী রফিকুল গাজীর ছোট ভাই আবু বকর সিদ্দিক বলেন, ‘ঘটনা জানার পর হাবিবুর ও মহসীনের কাছে জানতে চাইলে তাঁরা প্রথমে অস্বীকার করেন। পরে সাব-রেজিস্ট্রার অফিস থেকে দলিলের সার্টিফায়েড কপি তুলে আনা হলে তাঁরা নানা হুমকি-ধমকি দিয়ে আমাদের চুপ থাকতে বলেন।’
স্থানীয় মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি বলেন, ‘রফিকুল মানসিক প্রতিবন্ধী এটা এলাকার সবাই জানে। খুলনার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তাঁর চিকিৎসা চলছে। এ অবস্থায় রফিকুলের দুর সম্পর্কের দুই ভাইপো প্রতারণার মাধ্যমে তাঁর (রফিকুলের) নামে থাকা জমির কোবলা দলিল করে নিয়েছেন। বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।’
সাব-রেজিস্ট্রার দিপঙ্কর দাস বলেন, ‘ওই ব্যক্তির অসুস্থতার কথা বলে দুজন লোক আমার কাছে আসেন। জমি রেজিস্ট্রির ব্যাপারে রফিকুলের সম্মতি পেয়ে আমি তার অনুমোদন দিই। পরে জানতে পারি তিনি মানসিক প্রতিবন্ধী। এ বিষয়ে রফিকুলের পরিবারকে হাবিবুর ও মহসীনের বিরুদ্ধে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত মহসীনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন প্রতিবন্ধীর জমি লিখে নেইনি। সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের সার্টিফায়েড কপিতে দেখা যাচ্ছে আপনি প্রতিবন্ধীর কাছ থেকে লিখে নিয়েছেন এ কথা বলার পর পরে কথা বলব বলে তিনি মুঠোফোন কেটে দেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে