জমি নিয়ে ২ ভাইয়ে দ্বন্দ্ব, বৃদ্ধ বাবাকে বিয়ে করিয়ে বড় ছেলে বিপাকে

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ২১: ৩২
Thumbnail image

ভোলার দৌলতখানে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। কৌশলে জমি বাগিয়ে নিতে বৃদ্ধ রফিকুল ইসলামকে (৭৫) বিয়ে করান তাঁর বড় ছেলে রকিবুল হাসান রিয়াজ (৪০)। বিষয়টি জানাজানি হলে স্ত্রী শামসুন নাহার (৫৭) এবং ছোট ছেলে রাকিব হোসেনের (৩৫) সঙ্গে প্রথমে ঝগড়া ও পরে মারামারি হয় রফিকুলের। বর্তমানে রফিকুলের স্ত্রী ও ছোট ছেলে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় থানায় মামলা হলে বৃদ্ধ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামে গত শনিবারের এ ঘটনাটি আজ সোমবার জানাজানি হয়।

এলাকাবাসী জানান, রফিকুল ইসলাম বড় ছেলের সঙ্গে থাকেন। আর তাঁর স্ত্রী শামসুন নাহার থাকেন ছোট ছেলের সঙ্গে। অসুস্থ ছোট ছেলেকে ভারতে চিকিৎসা করাতে নিয়ে যান শামসুন নাহার। দেশে ফিরে শুনতে পান স্বামী রফিকুল ইসলামকে তাঁর বড় ছেলে বিয়ে করিয়েছেন। এই খবর পেয়ে ছোট ছেলেকে নিয়ে শনিবার বিকেলে বড় ছেলের বাড়ি যান তিনি। সেখানে বিয়ে নিয়ে প্রথমে দুই পক্ষে ঝগড়া ও পরে মারামারি হয়। তাতে শামসুন নাহার ও রাকিব আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

আহত রাকিব সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালে মাকে রেখে ফেরার পথে রাতে শমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুখোশধারী দুর্বৃত্তরা আমার হাত-পা বেঁধে বস্তাবন্দী করে। এ সময় চিৎকার দিলে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে।’

রাকিবের মা শামসুন নাহার বলেন, ‘জমি নিয়ে আমার বড় ছেলের সঙ্গে ছোট ছেলের বিরোধ রয়েছে। মূলত ছোট ছেলের জমি দখলে নিতে আমার বড় ছেলে তার বাবাকে বিয়ে করায়। এরপর আমার ছোট ছেলেকে সন্ত্রাসী দিয়ে হামলা করে। এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার চাই।’

তবে রকিবুল হাসান রিয়াজ ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি ঢাকায় চাকরিতে আছি। আমি ওই ঘটনার সঙ্গে জড়িত নই।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হারুন হাওলাদের বলেন, জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। শামসুন নাহার তাঁর ছোট ছেলে রাকিবকে ভারতে চিকিৎসা করিয়ে বাড়ি এসে দেখেন তাঁর স্বামী রফিকুল ইসলাম নতুন সংসার করেছেন। তাতে ক্ষিপ্ত হয়ে শামসুন নাহার ওই নারীর কাছে জানতে চান, তাঁদের মধ্যে আসলেই বিয়ে হয়েছে কি না। এ কারণে স্বামী তাঁকে মারধর করেন। তাতে তাঁর মাথা ফেটে যায়। এ সময় ছোট ছেলে রাকিব প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল আজকের পত্রিকাকে বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাকিবকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রাকিবের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ গিয়ে তাঁর স্বামীকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত