Ajker Patrika

বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ২০: ৫৬
রূপাতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা
রূপাতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

বরিশাল অঞ্চলের ৫ জেলার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে প্রায় ১৩ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকেরা। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে পুলিশ, সেনাবাহিনীর কর্মকর্তা ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বিভাগীয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার নগরের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ ওঠে বাসশ্রমিকদের বিরুদ্ধে।

এ খবর পেয়ে বিকেলে কলেজের শিক্ষার্থীরা সেখানে যান এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বাসে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন শ্রমিকেরা।

শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল মঙ্গলবার দুপুরে বিএম কলেজের এক ছাত্রী ঝালকাঠি থেকে তাওহিদ ক্ল্যাসিক পরিবহন নামে একটি বাসে বরিশালে আসছিলেন। তিনি শিক্ষার্থী হাওয়ায় অর্ধেক ভাড়া নিতে বললে বাসচালকের সহকারী তার সঙ্গে তর্কাতর্কিতে জড়ান এবং একপর্যায়ে ওই ছাত্রীকে মাঝপথে নামিয়ে দেন। পরে কলেজের কয়েকজন ছাত্র প্রতিনিধি বিষয়টি মীমাংসার জন্য রূপাতলী গেলে তাদের ওপর হামলা করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

বাংলাদেশের ভরাডুবিতে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত