কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে বাড়ি থেকে ডেকে নিয়ে হাসিব বয়াতি (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার শিয়ালকাঠির চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। হাসিব ওই এলাকার ইউনুস বয়াতির ছেলে।
হাসিবের মা নিরু বেগম বলেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল হাসিবের। গতকাল সন্ধ্যায় ইফতারের পর বাড়ি থেকে ডেকে নিয়ে হাসিবকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে সন্ত্রাসীরা।
নিরু বেগম আরও বলেন, খবর পেয়ে তার বাবা ইউনুস বয়াতি গিয়ে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের বাবা ইউনুস বয়াতি বলেন, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেছেন।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ হোসেন বলেন, খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সকালে ঝালকাঠি হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফারুক মল্লিক বলেন, হাসিবের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার বলেন, কয়েক দিন আগে স্থানীয় সাবেক মেম্বার মহারাজের ওপর হামলা করার জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে। এই হত্যাকাণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের ইন্ধন আছে বলে তিনি মনে করেন।
দেলোয়ার হোসেন আরও বলেন, ‘এই ইউনিয়নের বিভিন্ন সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের তালিকা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হলেও তাতে কোনো ফল হয়নি। আমরা নিরাপত্তাহীনতায় আছি। সামনেই ইউপি নির্বাচন ঘিরে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।’
তবে সাবেক ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান এই অভিযোগ নাকচ করেছেন। তিনি বলেন, ‘কিছুদিন আগে ইউপি সদস্য মামুন হত্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে আসামি করা হয়েছে। অথচ আমি এর কিছুই জানি না। ওই মামলায় বর্তমানে জামিনে আছি। একইভাবে বর্তমানে হত্যার ঘটনায় আবারও আমাকে হয়রানি করার জন্য চেষ্টা চলছে।’
সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘সামনেই ইউপি নির্বাচনে আমি যাতে অংশগ্রহণ করতে না পারি, সে জন্যই ষড়যন্ত্র করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান।’ নিহত হাসিব চেয়ারম্যানের ঘনিষ্ঠ লোক বলেও দাবি করেন। হাসিব স্থানীয় কিশোর গ্যাং নেতা ছিলেন বলে জানান সাবেক চেয়ারম্যান।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, হাসিবের বিরুদ্ধে মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। পরিকল্পিতভাবে হাসিবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় হত্যা মামলা করা হয়েছে।
পিরোজপুরের কাউখালীতে বাড়ি থেকে ডেকে নিয়ে হাসিব বয়াতি (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার শিয়ালকাঠির চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। হাসিব ওই এলাকার ইউনুস বয়াতির ছেলে।
হাসিবের মা নিরু বেগম বলেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল হাসিবের। গতকাল সন্ধ্যায় ইফতারের পর বাড়ি থেকে ডেকে নিয়ে হাসিবকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে সন্ত্রাসীরা।
নিরু বেগম আরও বলেন, খবর পেয়ে তার বাবা ইউনুস বয়াতি গিয়ে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের বাবা ইউনুস বয়াতি বলেন, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেছেন।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ হোসেন বলেন, খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সকালে ঝালকাঠি হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফারুক মল্লিক বলেন, হাসিবের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার বলেন, কয়েক দিন আগে স্থানীয় সাবেক মেম্বার মহারাজের ওপর হামলা করার জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে। এই হত্যাকাণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের ইন্ধন আছে বলে তিনি মনে করেন।
দেলোয়ার হোসেন আরও বলেন, ‘এই ইউনিয়নের বিভিন্ন সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের তালিকা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হলেও তাতে কোনো ফল হয়নি। আমরা নিরাপত্তাহীনতায় আছি। সামনেই ইউপি নির্বাচন ঘিরে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।’
তবে সাবেক ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান এই অভিযোগ নাকচ করেছেন। তিনি বলেন, ‘কিছুদিন আগে ইউপি সদস্য মামুন হত্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে আসামি করা হয়েছে। অথচ আমি এর কিছুই জানি না। ওই মামলায় বর্তমানে জামিনে আছি। একইভাবে বর্তমানে হত্যার ঘটনায় আবারও আমাকে হয়রানি করার জন্য চেষ্টা চলছে।’
সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘সামনেই ইউপি নির্বাচনে আমি যাতে অংশগ্রহণ করতে না পারি, সে জন্যই ষড়যন্ত্র করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান।’ নিহত হাসিব চেয়ারম্যানের ঘনিষ্ঠ লোক বলেও দাবি করেন। হাসিব স্থানীয় কিশোর গ্যাং নেতা ছিলেন বলে জানান সাবেক চেয়ারম্যান।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, হাসিবের বিরুদ্ধে মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। পরিকল্পিতভাবে হাসিবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় হত্যা মামলা করা হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে