পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় পিরোজপুর শহরের এলজিইডি কার্যালয়ের সামনে রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ জেলা ছাত্রলীগের নেতা অনিরুজ্জামান অনিককে আটক করে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান।
অনিরুজ্জামান অনিক (৩৩) পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর ছেলে।
আহত ছাত্রলীগ নেতা রায়হান আহমেদকে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়হান আহমেদে জানান, সন্ধ্যার আগে তিনি মঠবাড়িয়া থেকে পিরোজপুর শহরে আসেন। পরে শহরের এলজিইডি অফিসে কাজ শেষে বের হলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কয়েকজন লোক নিয়ে তাঁর গতিরোধ করেন। এ সময় তাঁর কাছে জানতে চান, তাঁর (অনিকের) খোঁজখবর নেন না কেন? এরপর নানা কথা বলতে বলতে হঠাৎ মারতে শুরু করেন। অনিকের সঙ্গে আসা লোকজনও তাঁকে মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা ডা. রমজান আলী জানান, গুরুতর আহত অবস্থায় রায়হানকে হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ অনিরুজ্জামান অনিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, রায়হান আহমেদ শহরের এলজিইডি অফিসে থেকে বের হলে জেলা অনিরুজ্জামান অনিক লোকজন নিয়ে হামলা করেন। পরে পুলিশ খবর পেয়ে আহত রায়হানকে উদ্ধার করেছে। অনিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় পিরোজপুর শহরের এলজিইডি কার্যালয়ের সামনে রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ জেলা ছাত্রলীগের নেতা অনিরুজ্জামান অনিককে আটক করে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান।
অনিরুজ্জামান অনিক (৩৩) পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর ছেলে।
আহত ছাত্রলীগ নেতা রায়হান আহমেদকে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়হান আহমেদে জানান, সন্ধ্যার আগে তিনি মঠবাড়িয়া থেকে পিরোজপুর শহরে আসেন। পরে শহরের এলজিইডি অফিসে কাজ শেষে বের হলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কয়েকজন লোক নিয়ে তাঁর গতিরোধ করেন। এ সময় তাঁর কাছে জানতে চান, তাঁর (অনিকের) খোঁজখবর নেন না কেন? এরপর নানা কথা বলতে বলতে হঠাৎ মারতে শুরু করেন। অনিকের সঙ্গে আসা লোকজনও তাঁকে মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা ডা. রমজান আলী জানান, গুরুতর আহত অবস্থায় রায়হানকে হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ অনিরুজ্জামান অনিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, রায়হান আহমেদ শহরের এলজিইডি অফিসে থেকে বের হলে জেলা অনিরুজ্জামান অনিক লোকজন নিয়ে হামলা করেন। পরে পুলিশ খবর পেয়ে আহত রায়হানকে উদ্ধার করেছে। অনিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে