দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ফারুক ফকির (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মান্নান ফকির (৬০) ওই গ্রামের আঞ্জর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সাব্বির হেসেন ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ফারুক ফকির মানসিক ভারসাম্যহীন। বাড়িতে আসা ব্যক্তিদের সঙ্গে গালি ও খারাপ ব্যবহার করতেন। এ কারণে বড় ভাই মান্নান ফারুককে গালি দিতে নিষেধ করে বলেন মানুষ তোকে মারবে। পরে ফারুক ক্ষিপ্ত হয়ে দৌড়ে ঘর থেকে ছুড়ি এনে বলে আমিই যখন বাঁচব না তাহলে তোকে বাঁচিয়ে রেখে লাভ কী? এই বলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ছোট ভাই ফারুককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ও খুনের আলামত উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
পটুয়াখালীর দশমিনায় বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ফারুক ফকির (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মান্নান ফকির (৬০) ওই গ্রামের আঞ্জর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সাব্বির হেসেন ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ফারুক ফকির মানসিক ভারসাম্যহীন। বাড়িতে আসা ব্যক্তিদের সঙ্গে গালি ও খারাপ ব্যবহার করতেন। এ কারণে বড় ভাই মান্নান ফারুককে গালি দিতে নিষেধ করে বলেন মানুষ তোকে মারবে। পরে ফারুক ক্ষিপ্ত হয়ে দৌড়ে ঘর থেকে ছুড়ি এনে বলে আমিই যখন বাঁচব না তাহলে তোকে বাঁচিয়ে রেখে লাভ কী? এই বলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ছোট ভাই ফারুককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ও খুনের আলামত উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে