কুয়াকাটায় পর্যটককে মারধরের অভিযোগে আটক ৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৩, ২৩: ০২
Thumbnail image

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে বেড়াতে আসা রাজীব সরদার নামে এক পর্যটককে মারধরের অভিযোগে তিন যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ শনিবার বিকেলে কুয়াকাটা পৌরসভা ভবনের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বরগুনার আমতলী উপজেলার বাইজিদ হোসাইন (২৪), একই এলাকার রাসেল হাওলাদার (২৫) ও বনি আমিন (২৫)।

পুলিশ জানায়, বেলা ২টার দিকে অটোরিকশায় বসা নিয়ে পর্যটক রাজীবের সঙ্গে ওই যুবকদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা ওই পর্যটককে বেধড়ক মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তিন যুবককে আটক করে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিদের আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত