ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় মামুন হাওলাদার (৪৫) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যা নিশ্চিত করে তাঁর মরদেহ পাশের রাস্তার একটি কালভার্টের কাছে এবং তাঁর বাম পা বিচ্ছিন্ন করে কালভার্টের নিচের ডোবায় ফেলে দেয়। এ সময় মোটরসাইকেল চালককে মারধর করে দুর্বৃত্তরা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়ার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের স্থানীয় একটি মাদ্রাসার পাশের সড়কের কালভার্টের কাছে এই ঘটনা ঘটে।
নিহত ইউপি সদস্য কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের সাবেক ইউপি সদস্য মিহাজ উদ্দিন হাওলাদারের ছেলে এবং তিন সন্তানের জনক। এ ছাড়া তিনি পার্শ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। অন্যদিকে আহত মোটরসাইকেল চালক সজল জোমাদ্দার ভিটাবাড়িয়া গ্রামের শহীদুল জোমাদ্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্য মামুন সকালের নাশতা সেরে বাড়ি থেকে বের হয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে শিয়ালকাঠি নিজ ইউনিয়ন পরিষদে যাওয়ার জন্য বের হন। কাপালীরহাট-মহসীনের চৌরাস্তা সড়ক দিয়ে যাওয়ার সময় সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়ার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের আজহারিয়া দাখিল মাদ্রাসার ২০০ গজ দূরে সড়কের একটি কালভার্টের কাছে সংঘবদ্ধ ৪ / ৫ জনের একদল দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে ইউপি সদস্যের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর বাম পা বিচ্ছিন্ন করে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা নিশ্চিত করে।
এরপর দুর্বৃত্তরা তাঁর বিচ্ছিন্ন বাম পা কালভার্টের নিচে ফেলে দেয় এবং মরদেহ সড়কে ফেলে পালিয়ে যায়। এ সময় নিহত ইউপি সদস্যের ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক সজল জোমাদ্দারকেও মারধর করে আহত করে।
গ্রামবাসী সড়কের ওপর ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ ও মোটরসাইকেল চালককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। দুপুরে ভান্ডারিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে মরদেহ ও কালভার্টের নিচের ডোবা থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার করে।
নিহত ইউপি সদস্যের বড় ভাই আব্দুল খালেক হাওলাদার বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে টানা দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রিক পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ভাই হত্যার দ্রুত বিচার চাই।’
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এ ব্যাপারে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া-ভান্ডারিয়া সার্কেল) মো. ইব্রাহিম দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে সংঘবদ্ধ সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তদের খুঁজে দ্রুত গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
পিরোজপুরের ভান্ডারিয়ায় মামুন হাওলাদার (৪৫) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যা নিশ্চিত করে তাঁর মরদেহ পাশের রাস্তার একটি কালভার্টের কাছে এবং তাঁর বাম পা বিচ্ছিন্ন করে কালভার্টের নিচের ডোবায় ফেলে দেয়। এ সময় মোটরসাইকেল চালককে মারধর করে দুর্বৃত্তরা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়ার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের স্থানীয় একটি মাদ্রাসার পাশের সড়কের কালভার্টের কাছে এই ঘটনা ঘটে।
নিহত ইউপি সদস্য কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের সাবেক ইউপি সদস্য মিহাজ উদ্দিন হাওলাদারের ছেলে এবং তিন সন্তানের জনক। এ ছাড়া তিনি পার্শ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। অন্যদিকে আহত মোটরসাইকেল চালক সজল জোমাদ্দার ভিটাবাড়িয়া গ্রামের শহীদুল জোমাদ্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্য মামুন সকালের নাশতা সেরে বাড়ি থেকে বের হয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে শিয়ালকাঠি নিজ ইউনিয়ন পরিষদে যাওয়ার জন্য বের হন। কাপালীরহাট-মহসীনের চৌরাস্তা সড়ক দিয়ে যাওয়ার সময় সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়ার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের আজহারিয়া দাখিল মাদ্রাসার ২০০ গজ দূরে সড়কের একটি কালভার্টের কাছে সংঘবদ্ধ ৪ / ৫ জনের একদল দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে ইউপি সদস্যের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর বাম পা বিচ্ছিন্ন করে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা নিশ্চিত করে।
এরপর দুর্বৃত্তরা তাঁর বিচ্ছিন্ন বাম পা কালভার্টের নিচে ফেলে দেয় এবং মরদেহ সড়কে ফেলে পালিয়ে যায়। এ সময় নিহত ইউপি সদস্যের ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক সজল জোমাদ্দারকেও মারধর করে আহত করে।
গ্রামবাসী সড়কের ওপর ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ ও মোটরসাইকেল চালককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। দুপুরে ভান্ডারিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে মরদেহ ও কালভার্টের নিচের ডোবা থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার করে।
নিহত ইউপি সদস্যের বড় ভাই আব্দুল খালেক হাওলাদার বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে টানা দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রিক পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ভাই হত্যার দ্রুত বিচার চাই।’
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এ ব্যাপারে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া-ভান্ডারিয়া সার্কেল) মো. ইব্রাহিম দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে সংঘবদ্ধ সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তদের খুঁজে দ্রুত গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
২১ দিন আগেধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
০৯ মার্চ ২০২৫সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৫রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫