ভোলা প্রতিনিধি
ভোলায় জাহাজ থেকে অবৈধভাবে ডিজেল পাচারকালে পাঁচ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ লিটার ডিজেল ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন মো. রুবেল (৩৫), মো. ইসমাঈল (৪০), মো. নুরউদ্দিন (৩৭), মো. গজনবি (৬০) ও মো. মিরাজ (৩৬)। তাঁদের সবার বাড়ি ভোলার দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকায়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বি এন শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কার্গো জাহাজ ‘এমভি হাজী রূপসাহেরা-২’ থেকে ডিজেল পাচারকালে চোরাকারবারি চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ লিটার চোরাই ডিজেল ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।’
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর এমভি হাজী রূপসাহেরা-২-এর মাস্টার মো. বাবুল শিকদারের মুচলেকা নিয়ে কার্গো জাহাজটি ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচ চোরাকারবারি ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোলায় জাহাজ থেকে অবৈধভাবে ডিজেল পাচারকালে পাঁচ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ লিটার ডিজেল ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন মো. রুবেল (৩৫), মো. ইসমাঈল (৪০), মো. নুরউদ্দিন (৩৭), মো. গজনবি (৬০) ও মো. মিরাজ (৩৬)। তাঁদের সবার বাড়ি ভোলার দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকায়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বি এন শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কার্গো জাহাজ ‘এমভি হাজী রূপসাহেরা-২’ থেকে ডিজেল পাচারকালে চোরাকারবারি চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ লিটার চোরাই ডিজেল ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।’
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর এমভি হাজী রূপসাহেরা-২-এর মাস্টার মো. বাবুল শিকদারের মুচলেকা নিয়ে কার্গো জাহাজটি ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচ চোরাকারবারি ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে