জমিজমা নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা খুন, গ্রেপ্তার ১  

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২, ১২: ৩৪
আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১৪: ৪৯

ভোলার চরফ্যাশনে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজা নুর ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করেছেন চাচা আবু তাহের। গতকাল শুক্রবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত অপর চাচা আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে অপর চাচা আব্দুল মালেকের নিজ বাড়িতে নুর ইসলাম ও তাঁর স্ত্রী মরিয়ম বেগমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

নিহত নুর ইসলাম উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম এবং ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদ জমাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নুর ইসলামের বাবা আব্দুর রশিদ জমাদারের সঙ্গে চাচা আব্দুল মালেক জমাদার ও আবু তাহের জমাদারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল সকালে ভাতিজা নুর ইসলামকে মোবাইল ফোনে কাজ আছে বলে চাচা আব্দুল মালেক বাড়িতে ডেকে আনেন। পরে জমির বিরোধের নিষ্পত্তি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে চাচা আবু তাহের নুর ইসলাম ও তাঁর স্ত্রী মরিয়ম বেগমকে কুপিয়ে জখম করেন। এ সময় গুরুতর আহতাবস্থায় নুর ইসলামকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।

অন্যদিকে, নুর ইসলামের মৃত্যুর খবর পেয়ে আব্দুল মালেক পালানোর চেষ্টা করেন। এ সময় চরফ্যাশন বাজারের লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে সাতজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত