ভোলা প্রতিনিধি
ভোলায় গত এক দিনে ছাত্রলীগের নেতাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ফজলে রাব্বী (৪২), মো. আব্দুল অজুত (২৪), মো. মাঈনুদ্দিন (৫২), ছাত্রলীগের নেতা ইয়াছিন আরাফাত (২৬) ও জুয়েল মিজি (২৩)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ গত সোমবার বিকেলে ভোলা উপজেলার সদর রোড মডেল প্রিন্স আবাসিক হোটেলের তৃতীয় তলায় ১/২ নম্বর কক্ষ থেকে মাদক ব্যবসায়ী মো. ফজলে রাব্বীকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
একই দিন বেলা আড়াইটার দিকে ডিবি পুলিশের দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসাকান্দি গ্রাম থেকে কবির হাওলাদারের বাড়ির উত্তর পাশে জমি থেকে মাদক ব্যবসায়ী মো. আব্দুল অজুতকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এর আগে গত সোমবার দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশ দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাজীর হাটবাজারের টোলঘর থেকে মাদক ব্যবসায়ী মো. মাঈনুদ্দিনকে ৮০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
ওই দিন বেলা পৌনে ২টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে মাদক কারবারি ছাত্রলীগের নেতা ইয়াছিন আরাফাত ও মাদক ব্যবসায়ী জুয়েল মিজিকে গ্রেপ্তার করে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ। তাঁদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
ভোলা ডিবি পুলিশের ওসি শেখ মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভোলায় গত এক দিনে ছাত্রলীগের নেতাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ফজলে রাব্বী (৪২), মো. আব্দুল অজুত (২৪), মো. মাঈনুদ্দিন (৫২), ছাত্রলীগের নেতা ইয়াছিন আরাফাত (২৬) ও জুয়েল মিজি (২৩)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ গত সোমবার বিকেলে ভোলা উপজেলার সদর রোড মডেল প্রিন্স আবাসিক হোটেলের তৃতীয় তলায় ১/২ নম্বর কক্ষ থেকে মাদক ব্যবসায়ী মো. ফজলে রাব্বীকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
একই দিন বেলা আড়াইটার দিকে ডিবি পুলিশের দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসাকান্দি গ্রাম থেকে কবির হাওলাদারের বাড়ির উত্তর পাশে জমি থেকে মাদক ব্যবসায়ী মো. আব্দুল অজুতকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এর আগে গত সোমবার দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশ দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাজীর হাটবাজারের টোলঘর থেকে মাদক ব্যবসায়ী মো. মাঈনুদ্দিনকে ৮০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
ওই দিন বেলা পৌনে ২টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে মাদক কারবারি ছাত্রলীগের নেতা ইয়াছিন আরাফাত ও মাদক ব্যবসায়ী জুয়েল মিজিকে গ্রেপ্তার করে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ। তাঁদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
ভোলা ডিবি পুলিশের ওসি শেখ মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে