প্রতিনিধি
বরিশাল: বরিশালের সলদি গ্রামে দিনদুপুরে বিয়ে বাড়িতে হামলা চালিয়ে দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রব ঢালীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, রব ঢালীর বড় ভাই আব্দুস ছাত্তার ঢালী (৫৫) ও প্রতিবেশী সিদ্দিকুর রহমান (২৮)।
নিহতের ছাত্তার ঢালীর পরিবার দাবি করেন, হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারীর ভাইদের নেতৃত্বে হামলা করা হয়েছে। তারা স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ বিরোধী গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন। সম্প্রতি স্থগিত হওয়া ইউপি নির্বাচন নিয়ে বিরোধের কারণে পংকজ নাথের অনুসারী কালাম বেপারীর লোকজন এ হামলা করেছে।
উত্তর উলাউনিয়ার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রব ঢালী জানান, আজ বৃহস্পতিবার দুপুরে তার নাতনি সাথি আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল। দুপুরে বরযাত্রী আসার কথা ছিল। হঠাৎ বেলা ১১টার দিকে ৫০-৬০ জন লাঠিসোটা ও ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে বিয়ে বাড়িতে হামলা করে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি বসতঘরগুলো কোপাতে থাকে এবং যাকে সামনে পায় তার ওপর হামলা চালায়। সিদ্দিকুর রহমানকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত তার (রব ঢালী) ভাই ছাত্তার ঢালী ও ইসমাইল ঢালীকে স্পিডবোট যোগে বরিশালে আনা হচ্ছিল। পথে ছাত্তার ঢালীও মারা যান।
নিহত ছাত্তার ঢালীর আরেক ভাই হিজলা উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক জামাল হোসেন ঢালী জানান, নির্বাচন ও রাজনীতি নিয়ে দলের স্থানীয় বিরোধে প্রতিপক্ষের হামলার ভয়ে তার পরিবারের বেশিরভাগ পুরুষ কয়েকবছর যাবৎ এলাকায় থাকতে পারছেন না। তারা বরিশাল নগরীসহ বিভিন্ন স্থানে থাকছেন।
জামাল হোসেন ঢালী জানান, হামলা করার জন্য বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে আনা হয়েছে।
ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারী বলেন, গত মাসে দক্ষিণ উলানিয়ায় নির্বাচন নিয়ে সংঘর্ষে দু'জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনিও আসামী। এ কারণে গত একমাস যাবৎ আত্মগোপনে ঢাকায় আছেন। সালথা গ্রামে হামলার সঙ্গে তার ভাইয়েরা জড়িত নন। তাঁকে ফাঁসাতে ঢালী পরিবার নিজেরাই এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।
মেহেন্দিগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বিয়ে বাড়িতে হামলায় দুই জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কয়েকজন আহতও হয়েছেন। এখন পর্যন্ত কোনো অভিযোগ না পাওয়ায় কাউকে আটকও করা হয়নি বলে জানান তিনি।
প্রসঙ্গত, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথের পক্ষ ও বিপক্ষে দুটি গ্রুপ কয়েকবছর যাবৎ মেহেন্দিগঞ্জ উপজেলায় মুখোমুখি অবস্থানে রয়েছে। প্রায় প্রতিদিনই দুইপক্ষের সংঘর্ষে এ উপজেলা রক্তাক্ত জনপদে পরিনত হয়েছে। গত ১০ এপ্রিল সারারাত দক্ষিণ উলানিয়ায় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে নিহত হয় দুইজন। স্থগিত হওয়ায় ইউপি নির্বাচন নিয়ে বিরোধে এভাবে উলানীয়ায় একের পর এক খুন হচ্ছে।
বরিশাল: বরিশালের সলদি গ্রামে দিনদুপুরে বিয়ে বাড়িতে হামলা চালিয়ে দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রব ঢালীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, রব ঢালীর বড় ভাই আব্দুস ছাত্তার ঢালী (৫৫) ও প্রতিবেশী সিদ্দিকুর রহমান (২৮)।
নিহতের ছাত্তার ঢালীর পরিবার দাবি করেন, হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারীর ভাইদের নেতৃত্বে হামলা করা হয়েছে। তারা স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ বিরোধী গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন। সম্প্রতি স্থগিত হওয়া ইউপি নির্বাচন নিয়ে বিরোধের কারণে পংকজ নাথের অনুসারী কালাম বেপারীর লোকজন এ হামলা করেছে।
উত্তর উলাউনিয়ার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রব ঢালী জানান, আজ বৃহস্পতিবার দুপুরে তার নাতনি সাথি আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল। দুপুরে বরযাত্রী আসার কথা ছিল। হঠাৎ বেলা ১১টার দিকে ৫০-৬০ জন লাঠিসোটা ও ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে বিয়ে বাড়িতে হামলা করে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি বসতঘরগুলো কোপাতে থাকে এবং যাকে সামনে পায় তার ওপর হামলা চালায়। সিদ্দিকুর রহমানকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত তার (রব ঢালী) ভাই ছাত্তার ঢালী ও ইসমাইল ঢালীকে স্পিডবোট যোগে বরিশালে আনা হচ্ছিল। পথে ছাত্তার ঢালীও মারা যান।
নিহত ছাত্তার ঢালীর আরেক ভাই হিজলা উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক জামাল হোসেন ঢালী জানান, নির্বাচন ও রাজনীতি নিয়ে দলের স্থানীয় বিরোধে প্রতিপক্ষের হামলার ভয়ে তার পরিবারের বেশিরভাগ পুরুষ কয়েকবছর যাবৎ এলাকায় থাকতে পারছেন না। তারা বরিশাল নগরীসহ বিভিন্ন স্থানে থাকছেন।
জামাল হোসেন ঢালী জানান, হামলা করার জন্য বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে আনা হয়েছে।
ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারী বলেন, গত মাসে দক্ষিণ উলানিয়ায় নির্বাচন নিয়ে সংঘর্ষে দু'জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনিও আসামী। এ কারণে গত একমাস যাবৎ আত্মগোপনে ঢাকায় আছেন। সালথা গ্রামে হামলার সঙ্গে তার ভাইয়েরা জড়িত নন। তাঁকে ফাঁসাতে ঢালী পরিবার নিজেরাই এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।
মেহেন্দিগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বিয়ে বাড়িতে হামলায় দুই জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কয়েকজন আহতও হয়েছেন। এখন পর্যন্ত কোনো অভিযোগ না পাওয়ায় কাউকে আটকও করা হয়নি বলে জানান তিনি।
প্রসঙ্গত, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথের পক্ষ ও বিপক্ষে দুটি গ্রুপ কয়েকবছর যাবৎ মেহেন্দিগঞ্জ উপজেলায় মুখোমুখি অবস্থানে রয়েছে। প্রায় প্রতিদিনই দুইপক্ষের সংঘর্ষে এ উপজেলা রক্তাক্ত জনপদে পরিনত হয়েছে। গত ১০ এপ্রিল সারারাত দক্ষিণ উলানিয়ায় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে নিহত হয় দুইজন। স্থগিত হওয়ায় ইউপি নির্বাচন নিয়ে বিরোধে এভাবে উলানীয়ায় একের পর এক খুন হচ্ছে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪