Ajker Patrika

শিশুসহ যাত্রীবেশে অটোরিশায় উঠে ছিনতাই, দম্পতি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শিশুসহ যাত্রীবেশে অটোরিশায় উঠে ছিনতাই, দম্পতি গ্রেপ্তার 

বরিশাল নগরীতে স্ত্রী ও দেড় বছরের সন্তানসহ অটোরিকশায় উঠে চালকের গলায় ছুরি বসিয়ে ব্যাটারি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। নগরীর শের ই বাংলা হাসপাতাল সড়কের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই. এইচ. টি) সংলগ্ন সড়কে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। 

আজ রোববার সকালে নগরীর পলাশপুরের রসুলপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত ছিনতাইকারী দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির হোসেন। 

এ ঘটনায় ছিনতাই হওয়া ব্যাটারি উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ছিনতাই ও প্রতারণা মামলা দায়ের হয়েছে। 

আহত অটোরিকশা চালক নগরীর পশ্চিম কাউনিয়ার বাসিন্দা হুমায়ুন (৪০)। গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন-মাসুম হাওলাদার (৩০) ও তাঁর স্ত্রী সাথি (২৩)। মাসুম সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের মোল্লার হাওলা গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে। সাথি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের মৃত ইউসুফ সিকদারের মেয়ে। 

প্রতারক দম্পতি তাঁদের শিশু সন্তান কোলে নিয়ে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সামনে থেকে অটোরিকশা ভাড়া করেন। তাঁরা মেডিকেলের পেছনের ব্যাপ্টিস্ট মিশন রোডে যাওয়ার কথা বলে চলতি পথে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। 

আহত অটোরিকশা চালক হুমায়ুনের বন্ধু আবু কালাম বলেন, ‘যাত্রীবেশে উঠে এ ঘটনা ঘটানো হয়েছে। হুমায়ুন এখন শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। দরিদ্র হুমায়ুন অর্থ সংকটে ভুগছে।’ 

নগর গোয়েন্দা পুলিশের ওসি ছগির হোসেন বলেন, তারা সংঘবদ্ধ চক্রের সদস্য। এর আগেও এমন অপরাধ তারা করেছে। ছোট সন্তানকে নিয়ে গাড়ি ভাড়া করত। ফলে কোনো চালকই তাদের সন্দেহের চোখে দেখত না। এ ঘটনায় স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত