Ajker Patrika

গোপনে বান্ধবীর সঙ্গেও প্রেম, যুবকের বিশেষ অঙ্গ কেটে পালালেন প্রেমিকা

লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২৪, ১৮: ৩৬
গোপনে বান্ধবীর সঙ্গেও প্রেম, যুবকের বিশেষ অঙ্গ কেটে পালালেন প্রেমিকা

লক্ষ্মীপুরে প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালিয়েছেন প্রেমিকা। গুরুতর অবস্থায় প্রেমিক তাওহিদুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আলতাফ মাস্টারঘাটের কলাপাতা রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। তাওহিদুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম পোয়া এলাকার অহিদুর রহমান জমাদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, চাঁদপুরের ফরিদগঞ্জের তাওহিদুল ইসলাম আল আমিনের সঙ্গে একই এলাকার এক গৃহবধূর প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। তাঁরা দুজনে প্রায়ই বিভিন্ন স্থানে ঘুরতে যান। আজ দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে সিএনজি অটোরিকশায় করে রায়পুরের আলতাফ মাস্টারঘাট এলাকায় ঘুরতে আসেন। একপর্যায়ে তাওহিদুলের মোবাইল ফোন নিয়ে ওই নারী দেখতে পান, তাঁর বান্ধবীর সঙ্গেও গোপনে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন তাওহিদুল। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে কলাপাতা রেস্টুরেন্টের ভেতরে তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যান ওই নারী। পরে স্থানীয়রা যুবককে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ওই যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাম তাওহিদুল ইসলাম আল আমিন। তবে ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁকে ধরতে পুলিশের অভিযান ও মামলার প্রস্তুতি চলছে। 

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর বলেন, তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে গেছে। তিনি শঙ্কামুক্ত নন। চিকিৎসা চলছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ২৪ ঘণ্টা পার হওয়ার আগে কিছুই বলা যাচ্ছে না। তাঁর এখনো জ্ঞান ফেরেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত