ফরিদগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
Thumbnail image

চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার আষ্টাবাজার ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। 

জানা যায়, গত রোববার উপজেলার আষ্টা উচ্চ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ৬ নম্বর গুপ্তি ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের মিজি বাড়ির হারুনের ছেলে কথিত যুবলীগ নেতা শিমুল মিজি (২৪), তাঁর দুই বন্ধু ইজাজ হোসেন (২৩) ও সাব্বির হোসেন (২৪) ওই শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে আরেক অভিযুক্ত লিপি বেগমের বাড়িতে নিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। এ সময় ধর্ষণের ঘটনাটি ভিডিও ধারণ করেন তাঁরা। তাঁদের থেকে ছাড়া পেয়ে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানায়। ঘটনার দিনই ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

প্রাথমিকভাবে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযোগটি মামলা হিসেবে রুজু করে কুমিল্লা, চাঁদপুর ও ফরিদগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ওই স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্তরা একটি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় এলাকাতে মাদক সেবন, জমি দখল, নারীদের হয়রানিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। স্থানীয় প্রভাবশালী চক্র ও ধর্ষক শিমুল মিজি, অভিযুক্ত সাব্বির, এজাজ ও লিপি বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

বক্তারা আরও বলেন, এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর পরিবারকে অভিযুক্তদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে। 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ঘটনার দিন রাতেই বিষয়টি নিয়ে থানায় মামলা রুজু করা হয়। এরই মধ্যে সকল আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আষ্টা, ভোটাল, ষোলদানা ও সাইসাঙ্গা গ্রামের কয়েকশ মানুষজন অংশগ্রহণ করেন। এ ছাড়াও ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশগ্রহণ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত