Ajker Patrika

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দেওয়ার ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি কেউ

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৫: ৩৫
লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দেওয়ার ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি কেউ

লক্ষ্মীপুরে চোখ উপড়ে দেওয়া যুবলীগ নেতা কামাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার ১৭ ঘণ্টা পার হলেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। এদিকে ঘটনায় জড়িতদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর স্বজনেরা। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তাঁদের। 

আহত কামাল হোসেন সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। পাশাপাশি তিনি পোদ্দার বাজারে ফলের ব্যবসা করেন। 

আহত যুবলীগ নেতা কামাল হোসেনের ভাই ফরহাদ উদ্দিন বলেন, ‘কামাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এখনো তার জ্ঞান ফেরেনি। পাশাপাশি ডান চোখ অন্ধ হয়ে গেছে। এখনো নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। এখনো শঙ্কামুক্ত নয়। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’ 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, জড়িতদের চিহ্নিত করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। যেকোনো সময় অপরাধীরা ধরা পড়বে। 

গতকাল সোমবার কামাল হোসেন ইফতারের পর বাড়ি থেকে পোদ্দার বাজারের দিকে যাচ্ছিলেন। নন্দীগ্রাম এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি রড দিয়ে পিটিয়ে জখম করে। একপর্যায়ে রড দিয়ে খুঁচিয়ে তাঁর চোখ উপড়ে ফেলে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কামাল হোসেনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, কামাল হোসেনকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর ডান চোখসহ মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নাক-মুখ ও চোখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত