নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বই মেলায় ইসলামি বই বিক্রি করার সুযোগ দেওয়া হচ্ছে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ায় সেখানে হামলা চালানোর জন্য মেলায় যান রুমেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এমন তথ্যই জানিয়েছেন গ্রেপ্তার ওই যুবক। আজ বুধবার চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আহমেদ পেয়ার এ তথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আহমেদ পেয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার মো. রুমেল আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমেল জানিয়েছে, মেলায় হামলা চালানোর জন্যই সেখানে গিয়েছে। এবার মেলায় ইসলামি বই বিক্রি করার সুযোগ দেওয়া হচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের প্রচারণা দেখে সেখানে হামলা চালানোর পরিকল্পনা করে।’
গ্রেপ্তার মো. রুমেল নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। বর্তমানে রুমেল চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বড়বাড়ি এলাকায় থাকেন। দুই দিন আগে গত সোমবার দুপুরে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম প্রাঙ্গণে সিটি করপোরেশন আয়োজিত বইমেলা থেকে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করে কাউন্টার টেররিজম ইউনিট। তাঁর বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে জানা যায় গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমেল বলেন, একুশে ফেব্রুয়ারি পালন খাম্বা ও পিলার পূজা করার সমতুল্য। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যারা বইমেলার আয়োজন করেছে তারা ‘তাগুত’ অর্থাৎ সীমা লঙ্ঘনকারী। তাগুতদের আয়োজিত বইমেলায় হামলার উদ্দেশ্যেই তিনি এসেছিলেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন সহযোগীর এই হামলায় যোগ দেওয়ার কথা ছিল।
এ সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত উপকমিশনার আহমেদ পেয়ার বলেন, ‘তাঁর সঙ্গে ওই দিন আরও কতজন মেলায় গিয়েছেন, তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত ছিলেন সেটি তদন্ত করা হচ্ছে।’
বই মেলায় ইসলামি বই বিক্রি করার সুযোগ দেওয়া হচ্ছে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ায় সেখানে হামলা চালানোর জন্য মেলায় যান রুমেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এমন তথ্যই জানিয়েছেন গ্রেপ্তার ওই যুবক। আজ বুধবার চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আহমেদ পেয়ার এ তথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আহমেদ পেয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার মো. রুমেল আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমেল জানিয়েছে, মেলায় হামলা চালানোর জন্যই সেখানে গিয়েছে। এবার মেলায় ইসলামি বই বিক্রি করার সুযোগ দেওয়া হচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের প্রচারণা দেখে সেখানে হামলা চালানোর পরিকল্পনা করে।’
গ্রেপ্তার মো. রুমেল নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। বর্তমানে রুমেল চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বড়বাড়ি এলাকায় থাকেন। দুই দিন আগে গত সোমবার দুপুরে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম প্রাঙ্গণে সিটি করপোরেশন আয়োজিত বইমেলা থেকে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করে কাউন্টার টেররিজম ইউনিট। তাঁর বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে জানা যায় গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমেল বলেন, একুশে ফেব্রুয়ারি পালন খাম্বা ও পিলার পূজা করার সমতুল্য। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যারা বইমেলার আয়োজন করেছে তারা ‘তাগুত’ অর্থাৎ সীমা লঙ্ঘনকারী। তাগুতদের আয়োজিত বইমেলায় হামলার উদ্দেশ্যেই তিনি এসেছিলেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন সহযোগীর এই হামলায় যোগ দেওয়ার কথা ছিল।
এ সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত উপকমিশনার আহমেদ পেয়ার বলেন, ‘তাঁর সঙ্গে ওই দিন আরও কতজন মেলায় গিয়েছেন, তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত ছিলেন সেটি তদন্ত করা হচ্ছে।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪