Ajker Patrika

কলেজছাত্রীর ভিডিও ধারন করে ব্ল্যাকমেল, যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১১: ৫২
কলেজছাত্রীর ভিডিও ধারন করে ব্ল্যাকমেল, যুবক গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কলেজছাত্রীর (১৮) সঙ্গে প্রতারণামূলক প্রেমের সম্পর্ক তৈরি ও কৌশলে তাঁর অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে জুয়েল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় ওই যুবকের কাছ থেকে একটি মোবাইল, কথোপকথন সংবলিত একটি মেমোরি কার্ড, কিছু অশ্লীল ভিডিও জব্দ করা হয়। আজ সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় রাজগঞ্জ ইউপির মনপুরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে। গ্রেপ্তারকৃত জুয়েল জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হোরন মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি উন্নয়ন সংস্থায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 

র‍্যাব বলছে, গত দুই বছর যাবৎ এইচএসসি পড়ুয়া একজন ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন জুয়েল। নিজের বোনের সহপাঠী হওয়ায় ওই ছাত্রীর বাড়িতে যাতায়াতও ছিল জুয়েলের। বিভিন্ন সময় কৌশলে ওই ছাত্রীর কিছু অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করে জুয়েল। পরে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক না করলে ওই ভিডিওগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। লজ্জায় একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেন ওই ছাত্রী। ভুক্তভোগীর পক্ষ থেকে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তারে অভিযানে নামে র‍্যাব। রোববার সন্ধ্যায় মনপুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় পর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত