মেরিন ড্রাইভে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অজ্ঞাত এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠা পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর। নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

ওসমান গনি বলেন, রক্তাক্ত মরদেহের পাশ থেকে দুই জোড়া স্যান্ডেল ও একটি ছোরা পাওয়া যায়। মরদেহ থেকে একটু দূরে মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে সৈকতে একটি ইজিবাইক উল্টানো অবস্থায় পাওয়া যায়। 
 
নিহতের গলায় ও মাথার পেছনে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনা তদন্তে সিআইডির বিশেষজ্ঞ একটি দল কাজ করছে। ঘটনার পারিপার্শ্বিকতা দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এ খুনের ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছে। 

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত