Ajker Patrika

কর্ণফুলীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার পোশাককর্মী, গ্রেপ্তার ৩

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার পোশাককর্মী, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের কর্ণফুলীতে পোশাক কারখানার এক নারী শ্রমিককে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার ভোররাতে উপজেলার রায়পুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার রাতে উপজেলার একটি পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাসেল (২৫), মো. আরিফ (২৬) ও শাকিল উদ্দিন টিটু (২০)। গ্রেপ্তারকৃতরা সবাই একই এলাকার। এ ঘটনায় জড়িত আবদুল আজিজ (৩৬) নামে আরও এক যুবক পলাতক রয়েছে বলে জানিয়েছেন থানা–পুলিশ। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, ‘গ্রেপ্তারকৃত তিনজনকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে। জড়িত অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।’ 

মামলার এজাহার ও পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী কর্ণফুলীর একটি পোশাক কারখানায় চাকরি করেন। চাকরির সুবাদে গ্রেপ্তারকৃত একই এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক রাসেলের গাড়িতে করে আসা যাওয়া করতে। এরপর তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত শনিবার চাকরি শেষে রাত ৮টার দিকে বন্দর সেন্টার এলাকা থেকে গাড়িতে রাসেলের আরও তিন সহযোগীসহ কৌশলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সারা রাত পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তরুণীকে ফেলে পালিয়ে যান অভিযুক্তরা।

ওসি মীর্জা মুহাম্মদ হাছান বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত তরুণীকে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত