Ajker Patrika

জমির বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কক্সবাজার প্রতিনিধি
জমির বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

জমি নিয়ে বিরোধে কক্সবাজারে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের মধ্যম রাস্তার পাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত বেলাল হোসেন (৪০) ওই এলাকার মৃত মো. শাহাব উদ্দীনের ছেলে। 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, খুরুশকুল ইউনিয়নের মধ্যম রাস্তার পাড়ার বাসিন্দা মো. শাহাব উদ্দীন জীবিত থাকাকালীন মেজ ছেলে বেলাল হোসেন পরিবার নিয়ে আলাদা বসতভিটা কিনে বসবাস করতেন। বছর খানিক আগে শাহাব উদ্দীন মারা যান। বাবার মৃত্যুর পর বেলাল হোসেন ভাইদের কাছে পৈতৃক বসতভিটার মালিকানা দাবি করেন। 
 
এ নিয়ে বড়ভাই মোস্তাক আহমদের সঙ্গে বেলাল হোসেনে বিরোধ দেখা দেয়। কয়েক দিন আগে বেলাল বসতভিটায় তার অংশে আলাদা করে বেড়া দেন। এ বিরোধ মীমাংসা করতে কাল (শুক্রবার) জুমার নামাজের পর স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় সালিসি বৈঠকের দিন ধার্য ছিল। 

আজ বৃহস্পতিবার দুপুরে বেলাল হোসেন বসতভিটা দেখতে যান। এ সময় দুই ভাই বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে মোস্তাক আহমদ একপর্যায়ে বেলাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ছোট ভাই মিজানুর রহমান বলেন, ‘বাবার মৃত্যুর পর মেজ ভাই বেলাল হোসেন বসত ভিটয় তার অংশ দাবি করেন। এ নিয়ে বিরোধ মীমাংসায় কাল শুক্রবার স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় সালিসি বৈঠকের দিন ধার্য ছিল। এর মধ্যে এ ঘটনা ঘটে গেল।’ 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত