নাইক্ষ্যংছড়িতে প্রায় ৩ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২২, ১৯: ০০

নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার ঘুমধুমের সীমান্ত গ্রাম থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তি ঘুমধুম পশ্চিম পাড়ার আবদুল মালেক (৪৮) নামের এক ব্যবসায়ী। তাঁর বাবার নাম আবদুস সালাম। 

স্থানীয়রা বলেন, সীমান্তের ঘুমধুমের পশ্চিমপাড়া, বেতবুনিয়া ও নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়ি–ফুলতলি পয়েন্টে ইয়াবার পাচার বেড়েছে। 

থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, আজ বৃহস্পতিবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে র‍্যাব–১৫ এর সদস্যরা ঘুমধুমের সীমান্ত গ্রামের ব্যবসায়ী আবদুল মালেকের বাড়িতে অভিযান চালায়। এ সময় খাটের নিচে লুকিয়ে থাকা ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আবদুল মালেকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। 

টানটু সাহা আরও জানান, ‘গত রোববার, সোমবার ও বৃহস্পতিবার এ তিন দিনে র‍্যাব–১৫ ও ১১ বিজিবির সদস্যরা মোট ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যেখানে র‍্যাব–১৫ জব্দ করেছে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা এবং ১১ বিজিবি জব্দ করে ১৯ হাজার ৪২ পিস ইয়াবা। এ তিন অভিযানে গ্রেপ্তার করা হয় তিনজনকে। যাদের মধ্যে ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল মেম্বারও রয়েছে। এর আগে রোববার র‍্যাব–১৫ ঘুমধুমের বেতবুনিয়া থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত