নোয়াখালীতে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি
Thumbnail image

নোয়াখালীর সদর উপজেলায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ে ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ২টার দিকে উপজেলার ইসলামিয়া সড়কের বলির দোকান মোড়ে এ ঘটনা ঘটে। 

আহত চালকের নাম বাবুল ইসলাম (৩৫)। তিনি দিনাজপুর জেলার খানসামা উপজেলার বাসুনি গ্রামের আবদুর রহমানের ছেলে। 

বাবুল গত তিন বছর ধরে জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর এলাকায় থাকতেন। একই এলাকার নূর নবী চেয়ারম্যান বাড়ির আনোয়ার হোসেনের গ্যারেজ থেকে ভাড়া অটোরিকশা চালাতেন। 

গ্যারেজের পরিচালক আনোয়ার হোসেন জানান, গতকাল রাত ২টায় মাইজদী বড় মসজিদ মোড় এলাকা থেকে বলির দোকানে যাওয়ার কথা বলে এক যুবক (যাত্রী) বাবুলের রিকশায় ওঠে। বলির দোকান এলাকায় পৌঁছালে ওই যুবক বাবুলকে পেছন থেকে গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে রিকশাটি ছিনিয়ে নেয়। সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকে বাবুল। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আজ মঙ্গলবার দুপুরে তাঁর অস্ত্রোপচার করা হয়। 

আনোয়ার হোসেন বলেন, ‘আমরা তাঁর পরিবারকে খবর দিয়েছি। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। মৌখিকভাবে সুধারাম থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। 

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম পাঠানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

আয়রন রঙের শার্ট, কালো প্যান্ট পরবে পুলিশ

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত