দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে ‘তুই’ সম্বোধন করায় বাগ্বিতণ্ডার জেরে এক গ্রাহকের সংযোগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দক্ষিণ চর চান্দিনা গ্রামের মো. সেলিম নামের এক গ্রাহকের সঙ্গে এই বাগ্বিতণ্ডা হয়। সোমবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ চর চান্দিনা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রাহক মো. সেলিম বলেন, ‘ওই দিন রাত সাড়ে ৮টার দিকে ঘরের পেছনে কয়েকজন ডালপালা কাটছিল। এ সময় তাদের বলি, “কে রে তোরা গাছ কাটছিস? ” তারা জবাবে বলে, “তুই আমাদের তুই করে কেন বলছিস। ” আমি বললাম, “তাহলে আমি তোদের কী বলে ডাকব? ” তারা বলে, “স্যার ডাকবি। ” একপর্যায়ে তারা আমাকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং ঘটনাস্থল ত্যাগ করে। এর কিছুক্ষণ পর আবার এসে আমার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আজ (মঙ্গলবার) সকালে সোনাগাজী পল্লী বিদ্যুৎ অফিসে ডিজিএম সনৎ কুমার ঘোষ বরাবর অভিযোগ দিতে গেলে তিনি আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করে আমাকে অফিস থেকে চলে যেতে বলেন। সংযোগ দেওয়ার জন্য আবেদন করলে তিনি আমাকে স্ট্যাম্প নিয়ে আসতে বলে তাড়িয়ে দেন। আমি এই বিষয়ে আগামীকাল (বুধবার) ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিব।’
এ বিষয়ে জানতে চাইলে ডিজিএম সনৎ কুমার ঘোষ বলেন, ‘ওই দিন রাতে আমাদের একটি সংযোগে ত্রুটি ধরা পড়ে। পরে পল্লী বিদ্যুতের লোকজন সেখানে গাছের ডাল কাটতে গেলে তার সাথে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের উপস্থিতিতে আমরা তার সংযোগ বিচ্ছিন্ন করি। এ বিষয়ে আমরা ওই গ্রাহকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।’
ফেনীর সোনাগাজীতে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে ‘তুই’ সম্বোধন করায় বাগ্বিতণ্ডার জেরে এক গ্রাহকের সংযোগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দক্ষিণ চর চান্দিনা গ্রামের মো. সেলিম নামের এক গ্রাহকের সঙ্গে এই বাগ্বিতণ্ডা হয়। সোমবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ চর চান্দিনা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রাহক মো. সেলিম বলেন, ‘ওই দিন রাত সাড়ে ৮টার দিকে ঘরের পেছনে কয়েকজন ডালপালা কাটছিল। এ সময় তাদের বলি, “কে রে তোরা গাছ কাটছিস? ” তারা জবাবে বলে, “তুই আমাদের তুই করে কেন বলছিস। ” আমি বললাম, “তাহলে আমি তোদের কী বলে ডাকব? ” তারা বলে, “স্যার ডাকবি। ” একপর্যায়ে তারা আমাকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং ঘটনাস্থল ত্যাগ করে। এর কিছুক্ষণ পর আবার এসে আমার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আজ (মঙ্গলবার) সকালে সোনাগাজী পল্লী বিদ্যুৎ অফিসে ডিজিএম সনৎ কুমার ঘোষ বরাবর অভিযোগ দিতে গেলে তিনি আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করে আমাকে অফিস থেকে চলে যেতে বলেন। সংযোগ দেওয়ার জন্য আবেদন করলে তিনি আমাকে স্ট্যাম্প নিয়ে আসতে বলে তাড়িয়ে দেন। আমি এই বিষয়ে আগামীকাল (বুধবার) ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিব।’
এ বিষয়ে জানতে চাইলে ডিজিএম সনৎ কুমার ঘোষ বলেন, ‘ওই দিন রাতে আমাদের একটি সংযোগে ত্রুটি ধরা পড়ে। পরে পল্লী বিদ্যুতের লোকজন সেখানে গাছের ডাল কাটতে গেলে তার সাথে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের উপস্থিতিতে আমরা তার সংযোগ বিচ্ছিন্ন করি। এ বিষয়ে আমরা ওই গ্রাহকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে