কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা আদর্শ সদরে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার, সদর দক্ষিণে ছুরিকাঘাতে এক তরুণ নিহত এবং মুরাদনগর উপজেলায় বিষপানে মা ও মেয়ের আত্মহত্যাসহ চার অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যায়।
আজ শনিবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামগড় ইউনিয়নের পরমতলা গ্রামে বিষ পানে মা ও মেয়ের আত্মহত্যার এ ঘটনা ঘটে। নিহত মা পারভীন আক্তার (৩৫) মৃত ইব্রাহিম মিয়ার স্ত্রী এবং তাঁদের মেয়ে মীম আক্তার (১৩)।
জানা যায়, তিন বছর ধরে ধারদেনা করে একমাত্র মেয়েকে সুস্থ করে তুলতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিল পারভীন আক্তার। দীর্ঘদিন চিকিৎসার পরও মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। আজ ভোর ৪টার দিকে প্রথমে পারভীন আক্তার বিষপান করেন, পরে মেয়েকেও জোরপূর্বক বিষ পান করান। মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরীপুরে নিয়ে যাওয়ার পথে রায়পুরে পারভীন আক্তারের মৃত্যু হয়। পরে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যায় মীম আক্তার।
পারভীন আক্তারের বড় ছেলে শাহপরানের স্ত্রী বলেন, ‘প্রতিদিনের মতো পরিবারের সবাই রাতে খাবার খেয়ে ঘুমাতে যাই। ভোর ৪টার দিকে আমার ননদ মীমের চিৎকারে ঘুম ভাঙলে দৌড়ে গিয়ে দেখি তারা দুজনে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়।’
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এদিকে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেটের নির্মাণাধীন ভবন থেকে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে এ ঘটনা ঘটে। আবদুস সালাম (৬৫) কুড়িগ্রাম জেলার নাকেশরী থানার মমিনগঞ্জ এলাকার মৃত পনির মিয়ার ছেলে। তিনি নগরীর হাউজিং এস্টেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
স্থানীয়রা ও নিহতের স্বজনেরা জানান, সকালে হাউজিং এস্টেটের ২ নং সেকশন পিবিআই কার্যালয় সংলগ্ন নির্মাণাধীন ভবন রিলেটিভ পার্কে নৈশপ্রহরীর কাজ করতেন আবদুস সালাম। দিনে রিকশা চালাতেন। আজ সকালে ওই ভবনে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
আব্দুস সালামের ছেলে জাহিদ জাহিদ হাসান বলেন, ‘গত বুধবারে যখন একা বাড়ি পাহারা দিচ্ছে, তখন আব্বুকে নূরপুরের কয়েকজন ছেলে ছুরি ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে প্রায় ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার ওই ভবনে দুপুরের খাওয়া দাওয়া করে। তখনো বাবার সঙ্গে ফোনে কথা হয়। মাগরিবের পর থেকে আমার বাবার মোবাইল বন্ধ। শুক্রবারে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাসায় চলে আসি। আজ সকালে শুনি আমার বাবার লাশ বিল্ডিংয়ের ২য় তলায় পড়ে আছে। পাঁচ তলায় মোবাইল আর তৃতীয় তলায় জুতা পড়ে আছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
অন্যদিকে ওয়াজ মাহফিলে গায়ের সঙ্গে ধাক্কা লাগার জেরে ছুরিকাঘাতে এক তরুণকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত তরুণ মো. ইয়াসিন (১৯) সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুরের পার্শ্ববর্তী এলাকা রামচন্দ্রপুরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দোকানপাট বসে। সেখানে ইয়াসিনের গায়ের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের হাত থেকে ছোলাবুট পড়ে যায়। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ইয়াসিনকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই ইয়াসিন মারা যান।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনেরা দাফন করেছে।
কুমিল্লা আদর্শ সদরে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার, সদর দক্ষিণে ছুরিকাঘাতে এক তরুণ নিহত এবং মুরাদনগর উপজেলায় বিষপানে মা ও মেয়ের আত্মহত্যাসহ চার অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যায়।
আজ শনিবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামগড় ইউনিয়নের পরমতলা গ্রামে বিষ পানে মা ও মেয়ের আত্মহত্যার এ ঘটনা ঘটে। নিহত মা পারভীন আক্তার (৩৫) মৃত ইব্রাহিম মিয়ার স্ত্রী এবং তাঁদের মেয়ে মীম আক্তার (১৩)।
জানা যায়, তিন বছর ধরে ধারদেনা করে একমাত্র মেয়েকে সুস্থ করে তুলতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিল পারভীন আক্তার। দীর্ঘদিন চিকিৎসার পরও মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। আজ ভোর ৪টার দিকে প্রথমে পারভীন আক্তার বিষপান করেন, পরে মেয়েকেও জোরপূর্বক বিষ পান করান। মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরীপুরে নিয়ে যাওয়ার পথে রায়পুরে পারভীন আক্তারের মৃত্যু হয়। পরে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যায় মীম আক্তার।
পারভীন আক্তারের বড় ছেলে শাহপরানের স্ত্রী বলেন, ‘প্রতিদিনের মতো পরিবারের সবাই রাতে খাবার খেয়ে ঘুমাতে যাই। ভোর ৪টার দিকে আমার ননদ মীমের চিৎকারে ঘুম ভাঙলে দৌড়ে গিয়ে দেখি তারা দুজনে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়।’
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এদিকে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেটের নির্মাণাধীন ভবন থেকে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে এ ঘটনা ঘটে। আবদুস সালাম (৬৫) কুড়িগ্রাম জেলার নাকেশরী থানার মমিনগঞ্জ এলাকার মৃত পনির মিয়ার ছেলে। তিনি নগরীর হাউজিং এস্টেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
স্থানীয়রা ও নিহতের স্বজনেরা জানান, সকালে হাউজিং এস্টেটের ২ নং সেকশন পিবিআই কার্যালয় সংলগ্ন নির্মাণাধীন ভবন রিলেটিভ পার্কে নৈশপ্রহরীর কাজ করতেন আবদুস সালাম। দিনে রিকশা চালাতেন। আজ সকালে ওই ভবনে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
আব্দুস সালামের ছেলে জাহিদ জাহিদ হাসান বলেন, ‘গত বুধবারে যখন একা বাড়ি পাহারা দিচ্ছে, তখন আব্বুকে নূরপুরের কয়েকজন ছেলে ছুরি ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে প্রায় ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার ওই ভবনে দুপুরের খাওয়া দাওয়া করে। তখনো বাবার সঙ্গে ফোনে কথা হয়। মাগরিবের পর থেকে আমার বাবার মোবাইল বন্ধ। শুক্রবারে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাসায় চলে আসি। আজ সকালে শুনি আমার বাবার লাশ বিল্ডিংয়ের ২য় তলায় পড়ে আছে। পাঁচ তলায় মোবাইল আর তৃতীয় তলায় জুতা পড়ে আছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
অন্যদিকে ওয়াজ মাহফিলে গায়ের সঙ্গে ধাক্কা লাগার জেরে ছুরিকাঘাতে এক তরুণকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত তরুণ মো. ইয়াসিন (১৯) সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুরের পার্শ্ববর্তী এলাকা রামচন্দ্রপুরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দোকানপাট বসে। সেখানে ইয়াসিনের গায়ের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের হাত থেকে ছোলাবুট পড়ে যায়। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ইয়াসিনকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই ইয়াসিন মারা যান।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনেরা দাফন করেছে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪