নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ডুবে যাওয়া জাহাজ থেকে অ্যাঙ্গেল চুরির ঘটনায় ১২ জনকে আটক করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে কর্ণফুলী নদীর মোহনা থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে পদ্মা সেতুতে ব্যবহার করার জন্য আনা সাড়ে ৪ হাজার গ্যালভানাইজড অ্যাঙ্গেল উদ্ধার করা হয়।
আটক ১২ জন হলেন-সোহরাব হোসেন, রফিক, মো. আক্কাস, শেখ মোহাম্মদ, আইয়ুব আলী, জবেল হোসেন, খায়ের আহমেদ, নুরুল আবছার, আরাফাত, আব্দুল হামিদ, মোহাম্মদ আলী, মাহবুব আলী। তাঁদের মধ্যে সোহরাব, রফিক ও মো. আক্কাস তিনজন প্রশিক্ষিত ডুবুরি। তাঁরাই ডুবে যাওয়া এমভি হ্যাং গ্যাং-১ নামের জাহাজ থেকে মালামাল চুরি করে ইঞ্জিন চালিত নৌকায় তোলেন। পরে এগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয় চট্টগ্রামে।
এ সম্পর্কে জানতে চাইলে সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৩ জুলাই মাদার ভেসেল থেকে মালামাল নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে এমভি হ্যাং গ্যাং-১ নামের একটি জাহাজ সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি থেকে কিছু মালামাল উদ্ধার করে ১৪ দিন আগে পদ্মা সেতু এলাকায় নিয়ে যাওয়া হয়। ওই জাহাজ থেকেই উদ্ধার মালামালগুলো চুরি করেছিলেন আটক ১২ জন। খবর পেয়ে আমরা কর্ণফুলী নদীর মোহনা থেকে তাঁদের আটক করি। এ সময় দুটি ইঞ্জিন চালিত নৌকা থেকে সাড়ে ৪ হাজার গ্যালভানাইজড অ্যাঙ্গেল উদ্ধার করা হয়। এসব অ্যাঙ্গেল পদ্মা সেতুর রেলসেতুতে ব্যবহারের জন্য আনা হয়।’
নির্মাণসামগ্রী চুরিতে কয়েকজন ডুবুরি জড়িত থাকার বিষয়ে ওসি মিজানুর রহমান বলেন, ‘ডুবে যাওয়া জাহাজ থেকে মালামাল উদ্ধারে কাজ করেন ডুবুরি সোহরাব। পরে সেই ওই জাহাজ থেকে মালামাল চুরির জন্য তিনি অন্যদের সংঘবদ্ধ করেন। তাঁদের সঙ্গে আরিফ প্রকাশ আলী ও জাবেদ এখনো পলাতক রয়েছেন।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
কর্ণফুলী থানায় মামলা হয়েছে। এই মামলায় আটক ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শিগগিরই তাঁদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন ওসি।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
ডুবে যাওয়া জাহাজ থেকে অ্যাঙ্গেল চুরির ঘটনায় ১২ জনকে আটক করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে কর্ণফুলী নদীর মোহনা থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে পদ্মা সেতুতে ব্যবহার করার জন্য আনা সাড়ে ৪ হাজার গ্যালভানাইজড অ্যাঙ্গেল উদ্ধার করা হয়।
আটক ১২ জন হলেন-সোহরাব হোসেন, রফিক, মো. আক্কাস, শেখ মোহাম্মদ, আইয়ুব আলী, জবেল হোসেন, খায়ের আহমেদ, নুরুল আবছার, আরাফাত, আব্দুল হামিদ, মোহাম্মদ আলী, মাহবুব আলী। তাঁদের মধ্যে সোহরাব, রফিক ও মো. আক্কাস তিনজন প্রশিক্ষিত ডুবুরি। তাঁরাই ডুবে যাওয়া এমভি হ্যাং গ্যাং-১ নামের জাহাজ থেকে মালামাল চুরি করে ইঞ্জিন চালিত নৌকায় তোলেন। পরে এগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয় চট্টগ্রামে।
এ সম্পর্কে জানতে চাইলে সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৩ জুলাই মাদার ভেসেল থেকে মালামাল নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে এমভি হ্যাং গ্যাং-১ নামের একটি জাহাজ সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি থেকে কিছু মালামাল উদ্ধার করে ১৪ দিন আগে পদ্মা সেতু এলাকায় নিয়ে যাওয়া হয়। ওই জাহাজ থেকেই উদ্ধার মালামালগুলো চুরি করেছিলেন আটক ১২ জন। খবর পেয়ে আমরা কর্ণফুলী নদীর মোহনা থেকে তাঁদের আটক করি। এ সময় দুটি ইঞ্জিন চালিত নৌকা থেকে সাড়ে ৪ হাজার গ্যালভানাইজড অ্যাঙ্গেল উদ্ধার করা হয়। এসব অ্যাঙ্গেল পদ্মা সেতুর রেলসেতুতে ব্যবহারের জন্য আনা হয়।’
নির্মাণসামগ্রী চুরিতে কয়েকজন ডুবুরি জড়িত থাকার বিষয়ে ওসি মিজানুর রহমান বলেন, ‘ডুবে যাওয়া জাহাজ থেকে মালামাল উদ্ধারে কাজ করেন ডুবুরি সোহরাব। পরে সেই ওই জাহাজ থেকে মালামাল চুরির জন্য তিনি অন্যদের সংঘবদ্ধ করেন। তাঁদের সঙ্গে আরিফ প্রকাশ আলী ও জাবেদ এখনো পলাতক রয়েছেন।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
কর্ণফুলী থানায় মামলা হয়েছে। এই মামলায় আটক ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শিগগিরই তাঁদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন ওসি।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪