Ajker Patrika

কবিরহাটে বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি
কবিরহাটে বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে এক কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার বিচার চাইতে গিয়ে অভিযুক্ত পরিবারের হাতে মারধরের শিকার হয়েছে ভুক্তভোগী কিশোরীর পরিবার।

আজ বুধবার বিকেলে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে কবিরহাট পৌরসভার একটি বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির টিপু (২২)। তিনি কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের রফিক উল্ল্যার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার এক আত্মীয়ের বিয়েতে ইন্দ্রপুরে আসেন টিপু। একই বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে আসে ভুক্তভোগী কিশোরী। রাত সাড়ে ১০টার দিকে খাওয়া শেষে কিশোরীকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। রাত ১১টার দিকে টিপুর মামি কমলা বেগমকে জিজ্ঞেস করলে ওই কিশোরী তাঁদের বাড়ির ছাদের ওপর রয়েছে বলে জানান। পরে দ্রুত ছাদে গিয়ে গায়ের ওড়না দিয়ে মুখ বাঁধা অবস্থায় কিশোরীকে দেখতে পান তিনি। এ সময় দ্রুত এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে পালিয়ে যান টিপু। পরে লোকজনের সহযোগিতায় কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কবিরহাট ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর বরাত দিয়ে তার মা অভিযোগ করে জানান, বিয়ে বাড়িতে আসার পর রান্নার জন্য লাকড়ি লাগবে বলে ছাদে মেয়েকে ডেকে নিয়ে যান টিপু। ছাদে নিয়ে ওড়না দিয়ে তাঁর মেয়ের মুখ বেঁধে ধর্ষণ করে টিপু। এ সময় রক্তক্ষরণে অচেতন হয়ে যায় তাঁর মেয়ে। এ ঘটনাটি টিপুর মামা বাবাকে জানাতে গেলে স্বামীসহ তাঁকে মারধর করে জখম করে টিপুর পরিবারের লোকজন। অভিযুক্ত টিপুকে দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি।

তিনি আরও জানান, আগামী বৃহস্পতিবার টিপুর বিয়ে দিন ধার্য করা আছে। কিন্তু বিয়ের আগে তাঁর মেয়ের ধর্ষণ করে টিপু। 

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে বেশ কয়েক বার তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে সে সপরিবারে পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত