Ajker Patrika

সাবেক মেম্বারকে খুঁটিতে বেঁধে নির্যাতন: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ 

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২৪, ১৫: ৪৮
সাবেক মেম্বারকে খুঁটিতে বেঁধে নির্যাতন: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ 

লক্ষ্মীপুরে পেঁয়াজ চুরির অপবাদে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. ফারুক হোসেনকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় বর্তমান ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে পোদ্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে আজ সকালে ফারুক হোসেনের ছেলে মহিউদ্দিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৯ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন বশিকপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য আবদুর রহিম, আবুল কালাম আজাদ ও শরাফত উল্যাহ।

মামলার বাদী ফারুক হোসেনের ছেলে মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিকল্পিতভাবে চুরির অপবাদ দিয়ে আমার বাবাকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। বাবা একসময় ইউপি সদস্য ছিলেন। বর্তমানে দশঘরিয়া বাজারে সুনামের সঙ্গে ব্যবসা করেন।’ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্য আবদুর রহিমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, ইউপি সদস্য আবদুর রহিমের ভাই আবুল কালাম বাবুলের দোকান থেকে গতকাল শুক্রবার দুপুরে কে বা কারা এক বস্তা পেঁয়াজ নিয়ে যায়। গতকাল শনিবার সকালে ফারুক হোসেন পোদ্দার বাজারে এলে ব্যবসায়ী বাবুল তাঁকে পেঁয়াজ চুরির অপবাদ দিয়ে আটক করেন। তিনি তাঁর ভাই ইউপি সদস্য আবদুর রহিমকে খবর দেন। পরে আবদুর রহিমসহ ১০-১৫ জন এসে পোদ্দার বাজার সড়কের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে তাঁকে লোহার শিকল দিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত