পেটের ভেতর ২ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে নোয়াখালীতে এসে কিশোর আটক 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১৬: ৩২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে ১৪ বছর বয়সের এক কিশোরকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার পেট থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার ভোরে মিয়ার পোল এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। আটককৃত কিশোর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, কক্সবাজার থেকে মাদকের একটি বড় চালান আসছে এমন তথ্য পেয়ে গতকাল বুধবার দিবাগত রাত থেকে চৌমুহনী পৌর এলাকায় অবস্থান করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর একটি দল। রাতে কক্সবাজার থেকে ফেনী এসে মাদক কারবারি ওই কিশোর গাড়ি পরিবর্তন করে অন্য বাসে ওঠে। ওই বাসটি পরে চৌমুহনী চৌরাস্তার উদ্দেশ্যে রওনা করে। এমন তথ্যের ভিত্তিতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী মিয়ার পোল এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে বাসটি থামিয়ে তাতে তল্লাশি চালিয়ে ওই কিশোরকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর প্রথমে মাদকের কথা অস্বীকার করলেও পরে তার পেটের ভেতরে ইয়াবা রয়েছে বলে স্বীকার করে। তার তথ্যের ভিত্তিতে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে এক্স-রে করার পর নিশ্চিত হওয়া যায় তার পেটে ইয়াবা রয়েছে।

মোহাম্মদ আবদুল হামিদ আরও বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে এবং তার কাছ থেকে মাদক ক্রয় করে নোয়াখালীর বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা অন্য মাদক কারবারি আমিনুল হক আমিন ও জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত