রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ খন্ডালিয়া পাড়ার কৃষক উকিল আহমেদ প্রকাশ তুফান। তিনি ৫ লাখ টাকা বিনিয়োগ করে ২ বিঘা জমিতে গ্রীষ্মকালীন সবজি বেগুন, করলা আর লাউ চাষ করেন। খেতের ফলনও হয়েছিল ভালো।
কৃষক তুফান গত এক মাসে বাজারে প্রায় ৮০ হাজার টাকার বেগুন বিক্রি করে খুশি ছিলেন। এতে স্বপ্ন দেখেন, এবার খেতের ফসল বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করে সংসারে সচ্ছলতা ফেরাবেন। কিন্তু তাঁর সেই স্বপ্ন আর বাস্তবায়ন করতে দিল না দুর্বৃত্তরা।
গতকাল রবিবার দিবাগত রাতে কৃষক তুফানের দুই বিঘা খেতের বেগুন, করলা, লাউ গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। এমনকি কলা গাছের পাকা কলাও কেটে নিয়ে যায়। এতে যেমন কৃষক তুফানের ক্ষতি হয়েছে, তেমনি আতঙ্কে রয়েছেন এলাকার অন্যান্য কৃষকরাও।
এ বিষয়ে কৃষক উকিল আহমেদ বলেন, ‘সকালে বেগুন খেতে গিয়ে দেখি সব গাছ কেটে ফেলা হয়েছে। ঋণের টাকায় পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে যত্ন সহকারে বেগুনসহ অন্যান্য সবজি চাষ করেছিলাম। কিন্তু কে বা কারা আমাকে নিঃস্ব করে দিল। আমি কারও কোনো ক্ষতি করিনি, কিন্তু কে আমার এত বড় ক্ষতিটা করে গেল। আমি থানায় অভিযোগ দায়ের করব। আমি এর বিচার চাই।’
স্থানীয় ইউপি সদস্য মুসলিম সিকদার জানান, উকিল আহমেদ এই এলাকার একজন দরিদ্র কৃষক। তিনি আমার কাছে তাঁর ফসলি খেত কেটে ফেলার ব্যাপারে অভিযোগ নিয়ে এসেছেন। কে বা কারা কেটেছে তার সঠিক হদিস দিতে না পারায় ব্যবস্থা নিতে কষ্ট হচ্ছে। তবে যে বা যারা এমন নিন্দনীয় কাজ করেছেন তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।
রাঙ্গুনিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা লোকন বিশ্বাস বলেন, ‘বেগুন খেত ও অন্যান্য ফসলের গাছ কেটে ফেলার কোনো অভিযোগ পাইনি। এমন ঘটনায় ভুক্তভোগী কৃষক মামলা করতে পারেন। তিনি সহায়তার আবেদন করলে আমরা তাকে সার্বিক সহযোগিতা করব।’
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ খন্ডালিয়া পাড়ার কৃষক উকিল আহমেদ প্রকাশ তুফান। তিনি ৫ লাখ টাকা বিনিয়োগ করে ২ বিঘা জমিতে গ্রীষ্মকালীন সবজি বেগুন, করলা আর লাউ চাষ করেন। খেতের ফলনও হয়েছিল ভালো।
কৃষক তুফান গত এক মাসে বাজারে প্রায় ৮০ হাজার টাকার বেগুন বিক্রি করে খুশি ছিলেন। এতে স্বপ্ন দেখেন, এবার খেতের ফসল বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করে সংসারে সচ্ছলতা ফেরাবেন। কিন্তু তাঁর সেই স্বপ্ন আর বাস্তবায়ন করতে দিল না দুর্বৃত্তরা।
গতকাল রবিবার দিবাগত রাতে কৃষক তুফানের দুই বিঘা খেতের বেগুন, করলা, লাউ গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। এমনকি কলা গাছের পাকা কলাও কেটে নিয়ে যায়। এতে যেমন কৃষক তুফানের ক্ষতি হয়েছে, তেমনি আতঙ্কে রয়েছেন এলাকার অন্যান্য কৃষকরাও।
এ বিষয়ে কৃষক উকিল আহমেদ বলেন, ‘সকালে বেগুন খেতে গিয়ে দেখি সব গাছ কেটে ফেলা হয়েছে। ঋণের টাকায় পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে যত্ন সহকারে বেগুনসহ অন্যান্য সবজি চাষ করেছিলাম। কিন্তু কে বা কারা আমাকে নিঃস্ব করে দিল। আমি কারও কোনো ক্ষতি করিনি, কিন্তু কে আমার এত বড় ক্ষতিটা করে গেল। আমি থানায় অভিযোগ দায়ের করব। আমি এর বিচার চাই।’
স্থানীয় ইউপি সদস্য মুসলিম সিকদার জানান, উকিল আহমেদ এই এলাকার একজন দরিদ্র কৃষক। তিনি আমার কাছে তাঁর ফসলি খেত কেটে ফেলার ব্যাপারে অভিযোগ নিয়ে এসেছেন। কে বা কারা কেটেছে তার সঠিক হদিস দিতে না পারায় ব্যবস্থা নিতে কষ্ট হচ্ছে। তবে যে বা যারা এমন নিন্দনীয় কাজ করেছেন তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।
রাঙ্গুনিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা লোকন বিশ্বাস বলেন, ‘বেগুন খেত ও অন্যান্য ফসলের গাছ কেটে ফেলার কোনো অভিযোগ পাইনি। এমন ঘটনায় ভুক্তভোগী কৃষক মামলা করতে পারেন। তিনি সহায়তার আবেদন করলে আমরা তাকে সার্বিক সহযোগিতা করব।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে