নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে নিখোঁজের ১৪ দিন পর মাটি খুঁড়ে মনছুর আলী (২৭) নামে এক দুবাই প্রবাসীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবাসীর স্ত্রী-শাশুড়ি-শ্যালিকাকে গ্রেপ্তারের পর তাঁদের তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পুটিবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পহরচান্দা ছোট ধলিবিলার পাহাড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
প্রবাসী মনছুর আলী একই ওয়ার্ডের পহরচান্দা ফকির হাট এলাকার ফরিদ আহমদের ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে।
মনছুরের বড় ভাই খোরশেদ আলম জানান, গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসেন মনছুর আলী। পরদিন ১ মার্চ সন্ধ্যায় আমিরাবাদে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বন্ধ ছিল তাঁর ব্যবহৃত মোবাইলটিও। নিখোঁজের পর থেকে তাঁর সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। গত ২ মার্চ তাঁর বোন বুলু আক্তার থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার মাটি খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করা হলো।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, পুটিবিলা ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে অজ্ঞাতনামা ৪ / ৫ জন লোক সিএনজি চালিত অটোরিকশাযোগে মনছুর আলীকে অপহরণ করে নিয়ে যায়। আর্থিক লেনদেন, অনৈতিক সম্পর্কের সন্দেহ ও পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনছুর আলীর বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে মনছুর আলীকে অপহরণ করা হয়েছে—তদন্তে এমন তথ্য পায় পুলিশ।
ওই তথ্যের সূত্র ধরে গতকাল সোমবার রাতে প্রবাসীর স্ত্রী রিনা আক্তার (২৩), শাশুড়ি ছায়েরা খাতুন (৪৭) ও শ্যালিকাকে (১৬) গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁরা জিজ্ঞাসাবাদে মনছুর আলীর অবস্থান সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য দেন। এরপর অভিযান চালিয়ে মাটি খুঁড়ে প্রবাসীর লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।
ওসি আরও জানান, লাশের সুরতহালকালে মাথার ডান পার্শ্বে বড় ধরনের কাটা জখম, মৃতের দুই কান, নাক, মুখ এবং থুতনি শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। মামলাটি তদন্তাধীন এবং ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এদিকে লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে প্রবাসীর লাশ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। তাঁকে হত্যার পর মাটিতে পুতে ফেলা হয়েছিল।’
এসআই আরও বলেন, ‘মনছুরের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে নিখোঁজের ১৪ দিন পর মাটি খুঁড়ে মনছুর আলী (২৭) নামে এক দুবাই প্রবাসীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবাসীর স্ত্রী-শাশুড়ি-শ্যালিকাকে গ্রেপ্তারের পর তাঁদের তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পুটিবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পহরচান্দা ছোট ধলিবিলার পাহাড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
প্রবাসী মনছুর আলী একই ওয়ার্ডের পহরচান্দা ফকির হাট এলাকার ফরিদ আহমদের ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে।
মনছুরের বড় ভাই খোরশেদ আলম জানান, গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসেন মনছুর আলী। পরদিন ১ মার্চ সন্ধ্যায় আমিরাবাদে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বন্ধ ছিল তাঁর ব্যবহৃত মোবাইলটিও। নিখোঁজের পর থেকে তাঁর সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। গত ২ মার্চ তাঁর বোন বুলু আক্তার থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার মাটি খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করা হলো।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, পুটিবিলা ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে অজ্ঞাতনামা ৪ / ৫ জন লোক সিএনজি চালিত অটোরিকশাযোগে মনছুর আলীকে অপহরণ করে নিয়ে যায়। আর্থিক লেনদেন, অনৈতিক সম্পর্কের সন্দেহ ও পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনছুর আলীর বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে মনছুর আলীকে অপহরণ করা হয়েছে—তদন্তে এমন তথ্য পায় পুলিশ।
ওই তথ্যের সূত্র ধরে গতকাল সোমবার রাতে প্রবাসীর স্ত্রী রিনা আক্তার (২৩), শাশুড়ি ছায়েরা খাতুন (৪৭) ও শ্যালিকাকে (১৬) গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁরা জিজ্ঞাসাবাদে মনছুর আলীর অবস্থান সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য দেন। এরপর অভিযান চালিয়ে মাটি খুঁড়ে প্রবাসীর লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।
ওসি আরও জানান, লাশের সুরতহালকালে মাথার ডান পার্শ্বে বড় ধরনের কাটা জখম, মৃতের দুই কান, নাক, মুখ এবং থুতনি শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। মামলাটি তদন্তাধীন এবং ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এদিকে লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে প্রবাসীর লাশ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। তাঁকে হত্যার পর মাটিতে পুতে ফেলা হয়েছিল।’
এসআই আরও বলেন, ‘মনছুরের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪