চাঁদপুরে গাছের ডাল কাটা নিয়ে হামলায় দিনমজুর নিহত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০১: ৪৪

চাঁদপুরের ফরিদগঞ্জে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুভাষ বাউল (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে বাউল বাড়িতে এ ঘটনা ঘটে। 

পুলিশ এই ঘটনায় পুরবী দাস (২৫) ও নকুল চন্দ্র দাস (৬০) নামে দুজনকে আটক করেছে। খুনের ঘটনায় অভিযুক্ত দুলাল বাউল নামে আরেকজন পলাতক। 

সুভাষ বাউলের পুত্রবধূ শিউলি দাস বলেন, লাউতলী গ্রামের বাউল সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। দুপুরে তার শ্বশুর সুভাষ বাউল গাছের ডাল কাটতে গেলে দুলাল বাউল বাধা দেন। এ নিয়ে দুলাল বাউলের সঙ্গে সুভাষ বাউলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলাল ও তাঁর ভাইয়ের হামলায় সুভাষ মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, ঘটনায় জড়িত দুজনকে জিজ্ঞাবাসাদের জন্য আটক করা হয়েছে। সুভাষ বাউলের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ দেওয়া হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত