Ajker Patrika

বিয়ের ৪ মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৪: ৪৯
বিয়ের ৪ মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ

চট্টগ্রামের পটিয়ায় বিয়ের চার মাসের মাথায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মৃত মেহেরো আফরিন মাহিয়া (১৮) উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী হাবিবুল হকের স্ত্রী। 

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মামুন ভূঁইয়া জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আজকের পত্রিকাকে তিনি বলেন, জানালা দিয়ে মাহিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান তাঁর শ্বশুর আবদুল আলিম। তখন তিনি সবাইকে ডাকাডাকি করেন এবং পুলিশকে খবর দেন। 

স্থানীয়রা জানান, গত বছরের সেপ্টেম্বরে পটিয়া পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর গোবীন্দরখীল এলাকার নজির আহম্মদ সওদাগর বাড়ির লোকমান হায়দারের মেজ মেয়ে মাহিয়ার সঙ্গে একই উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুল আলিমের ছেলে প্রবাসী হাবিবুল হকের বিয়ে হয়।

তাঁরা আরও জানান, আবদুল আলিম ও তাঁর ছেলেরা আলাদা আলাদা থাকেন। একই বাড়িতে থাকলেও তাঁদের মধ্যে পারিবারিক সম্পর্ক গভীর নয়। ঘটনার বিষয়ে কেউ মুখ খুলছেন না।

মাহিয়ার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। 

মৃতের ছোট বোন সায়মা আকতার আজ বুধবার সকালে আজকের পত্রিকাকে বলেন, তাঁর বোনের এভাবে মৃত্যু কেন হলো, তা তাঁরা বুঝতে পারছেন না। লাশ নেওয়ার জন্য তাঁরা মর্গে অপেক্ষা করছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত