মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধ উদ্ধার করেছেন। গতকাল রোববার দুপুরে অভিযান চালিয়ে এসব ওষুধ উদ্ধার করা হয়।
জানা যায়, গতকাল দুপুরে খাগড়াছড়ি থেকে ফেনীগামী শান্তি পরিবহনের একটি বাসে করে অবৈধ ভারতীয় ওষুধ পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গুইমারা এমপি চেকপোস্টে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুহাম্মদ নিজাম উদ্দিনের নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান চালায়। এ সময় বিভিন্ন প্রকারের ৭ কার্টুন অবৈধ ওষুধ উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক প্রায় ১৮ লাখ টাকা। কিন্তু ওই সব ওষুধের মালিককে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধারকৃত ওষুধ গুইমারা থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক বলেন, পার্বত্যাঞ্চলে স্থিতিশীলতা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। যাতে করে আমরা সন্ত্রাসী কার্যক্রম সীমিত রাখতে সক্ষম হয়েছি।
লে. কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক আরও বলেন, ভবিষ্যতে নিয়মিত অপারেশনের মাধ্যমে সিন্দুকছড়ি জোনের আওতাধীন এলাকায় চুরি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজমুক্ত রাখতে আমরা বদ্ধ পরিকর।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত অবৈধ ওষুধ থানায় হস্তান্তর করা হয়েছে।
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধ উদ্ধার করেছেন। গতকাল রোববার দুপুরে অভিযান চালিয়ে এসব ওষুধ উদ্ধার করা হয়।
জানা যায়, গতকাল দুপুরে খাগড়াছড়ি থেকে ফেনীগামী শান্তি পরিবহনের একটি বাসে করে অবৈধ ভারতীয় ওষুধ পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গুইমারা এমপি চেকপোস্টে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুহাম্মদ নিজাম উদ্দিনের নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান চালায়। এ সময় বিভিন্ন প্রকারের ৭ কার্টুন অবৈধ ওষুধ উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক প্রায় ১৮ লাখ টাকা। কিন্তু ওই সব ওষুধের মালিককে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধারকৃত ওষুধ গুইমারা থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক বলেন, পার্বত্যাঞ্চলে স্থিতিশীলতা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। যাতে করে আমরা সন্ত্রাসী কার্যক্রম সীমিত রাখতে সক্ষম হয়েছি।
লে. কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক আরও বলেন, ভবিষ্যতে নিয়মিত অপারেশনের মাধ্যমে সিন্দুকছড়ি জোনের আওতাধীন এলাকায় চুরি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজমুক্ত রাখতে আমরা বদ্ধ পরিকর।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত অবৈধ ওষুধ থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪