Ajker Patrika

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে তাসলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার। তবে অভিযুক্ত পরিবারের দাবি, তাসলিমার স্বাভাবিক মৃত্যু হয়েছে। 

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার বগাদি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তাসলিমার মরদেহ দাফনের সময় ভুক্তভোগী পরিবার পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার।

নিহতের ছোট বোন শিখা আক্তার বলেন, ‘দুই বছর আগে অভিযুক্ত ইয়াসিন (৩৮) মিয়ার সঙ্গে আমার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায়ই তাসলিমাকে নির্যাতন করত। বাধ্য হয়ে সম্পত্তি বিক্রি করে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা যৌতুক তুলে দেওয়া হয় ইয়াসিনের হাতে। সম্প্রতি সে আবারও ২০ হাজার টাকা যৌতুক চেয়ে বিভিন্ন সময় মানসিক নির্যাতন করতে থাকে। ঘটনার দিন দুপুর পৌনে ১টায় আমার ছোট ভাইয়ের মোবাইলে ফোন দিয়ে ২০ হাজার টাকা পাঠাতে বলে। টাকা দিতে না চাইলে সে আমার বোনকে হত্যা করবে বলে হুমকি দেয়।’ 

শিখা আরও বলেন, ‘বেলা সাড়ে ৩টার দিকে আমার বোনের শ্বশুরবাড়ির প্রতিবেশী রেহেনা বেগম ফোন দিয়ে আমাকে জানায়, বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে তাঁর মরদেহ দ্রুত দাফনের চেষ্টা চলছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখে পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে মরদেহ তাদের হেফাজতে নেয়।’ 

এই বিষয়ে আড়াইহাজার থানার ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ‘আমরা এই ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় আমরা অফিশিয়ালি অভিযোগ গ্রহণ বা কাউকে আটক করিনি। আগে বিষয়টি প্রমাণ করতে হবে যে তাঁকে আসলেই হত্যা করা হয়েছে। তারপরেই আমরা মামলা বা আটক গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত