মরিচ গুঁড়ো ছিটিয়ে ছিনতাইয়ের চেষ্টা, সাবরেজিস্ট্রার কর্মচারীসহ গ্রেপ্তার ২

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৩, ১৭: ২২
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৯: ২১

চট্টগ্রামের কর্ণফুলীতে মরিচের গুঁড়ো ছিটিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টায় সাবরেজিস্ট্রার কার্যালয়ে নকলনবিশসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ফকিনীরহাট হায়দার আলী মুন্সির বাড়ির পশ্চিম পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ মুছা (২৫) কর্ণফুলী সাবরেজিস্ট্রার কার্যালয়ের নকলনবিশ ও শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজার এলাকার মৃত মোহাম্মদ ছালের ছেলে এবং বড়উঠান ইউনিয়নের শাহামীরপুর এলাকার মোস্তাফা কামাল উদ্দিনের ছেলে মো. ইলিয়াস বাবুল (৩৫)।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলম বলেন, শুক্রবার রাত দুইটার দিকে শাহমীরপুর এলাকার মাহবুবুর রহমান নামে এক ব্যবসায়ী মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় তাঁর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেন ছিনতাইকারীরা। পরে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা নিয়ে পালানোর সময় তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাঁদের আটক করেন। পরে পুলিশকে খবর দেন।

ভুক্তভোগী মাহবুবুর রহমান বলেন, ‘দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে তারা (ছিনতাইকারী) গাড়ি আটকে চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে আমার কাছ থেকে নগদ পাঁচ লাখ টাকা, মোবাইল ফোন ও গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ডাকাত বলে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে তাদের আটক করেন এবং পুলিশকে জানান। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করেছি।’

কর্ণফুলীর শাহমীরপুর পুলিশ ফাঁড়ির এসআই অমিতাভ দত্ত জানান, এক ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুজনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত