Ajker Patrika

চট্টগ্রামে স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় কাউন্সিলরের পুত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৩ জুলাই ২০২২, ১২: ৩৯
চট্টগ্রামে স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় কাউন্সিলরের পুত্র গ্রেপ্তার

চট্টগ্রামের পাহাড়তলীতে ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিনের পুত্রবধূ রেহনুমা ফেরদৌসের (২৫) মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামী নওশাদুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান। 

ওসি মুস্তাফিজুর রহমান বলেন, রেহনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা তারেক ইমতিয়াজ আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দুজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলায় নওশাদুল আমিন ও তাঁর মাকে আসামি করা হয়েছে। এই মামলায় পরে নওশাদুলকে গ্রেপ্তার দেখানো হয়। নওশাদুলের মা পলাতক রয়েছেন।

এর আগেই তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। 

শনিবার সকালে পাহাড়তলী বাসা থেকে রেহনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিনের ছেলে নওশাদুল আমিনের স্ত্রী। এ ছাড়া তিনি চসিকের আরেক প্রয়াত কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সাবেক নেতা তারেক সোলায়মান সেলিমের ভাই তারেক ইমতিয়াজের মেয়ে। 

মৃতের পরিবার শুরু থেকে দাবি করছে, শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে তাঁকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত