কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে চাল ধার দেওয়া নিয়ে বাগ্বিতণ্ডায় শ্যালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে।
আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের প্যান্ডলপাড়ায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের ভাগনেকে আটক করেছে পুলিশ।
নিহত শাহ আলম (২৮) প্যান্ডলপাড়ার মৃত সুলতান আহমদের ছেলে। আটক ভাগনে জাফর আলমের ছেলে রশিদ আহমদ (২০)।
কনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, কয়েক দিন আগে বড় বোনের কাছ থেকে শাহ আলমের স্ত্রী দুই কেজি চাল ধার নেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধার নেওয়া চাল ফেরত দেন। কিন্তু ফেরত দেওয়া চালগুলো নিম্নমানের দাবি করে শাহ আলমের স্ত্রীর সঙ্গে বড় বোনের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে আজ সকালে শাহ আলমের সঙ্গে দুলাভাই জাফর আলমের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক শাহ আলম আহত হন।
ওসি আরও বলেন, পরে স্থানীয়রা শাহ আলমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের চিকিৎসক তাঁকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠান।
জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, আজ বেলা ১২টায় টেকনাফ থেকে ছুরিকাহত যুবককে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে চাল ধার দেওয়া নিয়ে বাগ্বিতণ্ডায় শ্যালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে।
আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের প্যান্ডলপাড়ায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের ভাগনেকে আটক করেছে পুলিশ।
নিহত শাহ আলম (২৮) প্যান্ডলপাড়ার মৃত সুলতান আহমদের ছেলে। আটক ভাগনে জাফর আলমের ছেলে রশিদ আহমদ (২০)।
কনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, কয়েক দিন আগে বড় বোনের কাছ থেকে শাহ আলমের স্ত্রী দুই কেজি চাল ধার নেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধার নেওয়া চাল ফেরত দেন। কিন্তু ফেরত দেওয়া চালগুলো নিম্নমানের দাবি করে শাহ আলমের স্ত্রীর সঙ্গে বড় বোনের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে আজ সকালে শাহ আলমের সঙ্গে দুলাভাই জাফর আলমের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক শাহ আলম আহত হন।
ওসি আরও বলেন, পরে স্থানীয়রা শাহ আলমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের চিকিৎসক তাঁকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠান।
জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, আজ বেলা ১২টায় টেকনাফ থেকে ছুরিকাহত যুবককে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪