দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আটক ১ 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

নিহত শিক্ষার্থীর নাম আসহাবুল করিম জিহাদ (২০)। তিনি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মকসুদুল করিমের ছেলে ও কক্সবাজার সিটি কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

আটক ব্যক্তির নাম মো. সোহান। তিনি কোনাখালীর কুতুবদিয়া পাড়া এলাকার বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কোনাখালীতে একটি মোবাইল চোর চক্রের ৪-৫ জন সদস্য আজ শুক্রবার সন্ধ্যার দিকে মরংঘোনা বাজারের জিহাদের সঙ্গে দেখা করেন। এই সময় তাঁদের মধ্যে কথা–কাটাকাটি থেকে হাতাহাতি হয়। একপর্যায়ে জিহাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তাঁরা। এ সময় একজনকে ধরে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। এদিকে স্থানীয়রা আহত জিহাদকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মোজাম্মেল হোসেন বলেন, ‘ওই তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতের বুকে চারটা ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে হার্টের মাঝখানে গুরুতর একটা ছিদ্র রয়েছে। ধারণা করছি, এ আঘাতটার কারণেই ভিকটিম ঘটনাস্থলেই নিহত হয়েছেন।’ 

নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান। তিনি বলেন, নিহতের বুকে চারটা ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, সেটিরও চিহ্ন রয়েছে। ছুরির আঘাতে বুকের এক পাশ ও ডান হাতের চামড়া ছিলে গেছে। 

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। অন্য জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।’ 

ঘটনাস্থলে থাকা মাতামুহুরি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) অচিন্ত্য কুমার দে আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ছুরিকাঘাত করা যুবকেরা মোবাইল চোর চক্রের সদস্য। এলাকায় চক্রটি নানা অপরাধের সঙ্গে জড়িত। স্থানীয় লোকজনের সহায়তায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত