নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের জে এম সেন হল পূজামণ্ডপে হামলা চেষ্টার ঘটনায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন যুব অধিকার পরিষদের তিন নেতা ও ছাত্র অধিকার পরিষদের একজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর নগরী ও নগরীর বাইরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. নাছির (২৫), সদস্যসচিব মিজানুর রহমান (৩৭), বায়েজিদ থানা শাখার আহ্বায়ক মো. রাসেল (২৬) ও ইয়ার মোহাম্মদ (১৮), ছাত্র অধিকার পরিষদের নেতা মো. ইমন (২১), মো. মিজান (১৮), গিয়াস উদ্দিন, ইয়াসিন আরাফাত (১৯), হাবিবুল্লাহ মিজান (২১), ইমরান হোসেন।
কোতোয়ালি থানার ওসি মো. নেজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করা হয়েছে। পূজামণ্ডপে হামলার আগের দিন যুব অধিকার পরিষদ চকবাজারে একটি গোপন বৈঠক করেছিল। এ বৈঠক থেকে হামলার পরিকল্পনা করা হয়েছে।
ওসি বলেন, যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. নাছিরকে (২৫) সাতকানিয়া উপজেলার কেরানীহাট থেকে, বাকিদের চকবাজার, ষোলোশহর ও বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৫ অক্টোবর বিজয়া দশমীর দিনে জে এম সেন হল পূজামণ্ডপে হামলার চেষ্টায় এ পর্যন্ত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন।
পুলিশ জানায়, 'হামলার মূল পরিকল্পনায় ছিলেন যুব অধিকার পরিষদের নেতা নাছির, মিজানুর ও রাসেল। তাঁদের পরিকল্পনাতেই জুমার নামাজ শেষে তাৎক্ষণিক মিছিল ও সমাবেশ করা হয়। পরে সেই মিছিল থেকে হামলা চালানো হয়।'
চট্টগ্রামের জে এম সেন হল পূজামণ্ডপে হামলা চেষ্টার ঘটনায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন যুব অধিকার পরিষদের তিন নেতা ও ছাত্র অধিকার পরিষদের একজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর নগরী ও নগরীর বাইরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. নাছির (২৫), সদস্যসচিব মিজানুর রহমান (৩৭), বায়েজিদ থানা শাখার আহ্বায়ক মো. রাসেল (২৬) ও ইয়ার মোহাম্মদ (১৮), ছাত্র অধিকার পরিষদের নেতা মো. ইমন (২১), মো. মিজান (১৮), গিয়াস উদ্দিন, ইয়াসিন আরাফাত (১৯), হাবিবুল্লাহ মিজান (২১), ইমরান হোসেন।
কোতোয়ালি থানার ওসি মো. নেজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করা হয়েছে। পূজামণ্ডপে হামলার আগের দিন যুব অধিকার পরিষদ চকবাজারে একটি গোপন বৈঠক করেছিল। এ বৈঠক থেকে হামলার পরিকল্পনা করা হয়েছে।
ওসি বলেন, যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. নাছিরকে (২৫) সাতকানিয়া উপজেলার কেরানীহাট থেকে, বাকিদের চকবাজার, ষোলোশহর ও বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৫ অক্টোবর বিজয়া দশমীর দিনে জে এম সেন হল পূজামণ্ডপে হামলার চেষ্টায় এ পর্যন্ত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন।
পুলিশ জানায়, 'হামলার মূল পরিকল্পনায় ছিলেন যুব অধিকার পরিষদের নেতা নাছির, মিজানুর ও রাসেল। তাঁদের পরিকল্পনাতেই জুমার নামাজ শেষে তাৎক্ষণিক মিছিল ও সমাবেশ করা হয়। পরে সেই মিছিল থেকে হামলা চালানো হয়।'
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪