Ajker Patrika

চট্টগ্রাম ও চবিতে বর্ষবরণের যত আয়োজন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও চবি সংবাদদাতা 
চট্টগ্রামের সিআরবি শিরীষতলায় বর্ষবরণ উদ্‌যাপন পরিষদে অনুষ্ঠানে শিল্পীদের নৃত্য পরিবেশনা। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামের সিআরবি শিরীষতলায় বর্ষবরণ উদ্‌যাপন পরিষদে অনুষ্ঠানে শিল্পীদের নৃত্য পরিবেশনা। ছবি: আজকের পত্রিকা

রাত পোহালেই বাংলা নববর্ষ ১৪৩২। এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর ডিসি হিল, সিআরবি শিরীষতলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউটের বর্ষবরণের প্রস্তুতি শেষ হয়েছে।

তবে, প্রতিবারের তুলনায় কিছুটা সীমিত পরিসরে হচ্ছে এবারের বর্ষবরণ অনুষ্ঠান। জেলা প্রশাসন সকাল ৭ থেকে বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। প্রশাসনের এমন সিদ্ধান্তে কিছুটা হতাশ সংস্কৃতিকর্মীরা।

চবি প্রশাসনের আয়োজনে ক্যাম্পাসে বৈশাখী শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হবে বর্ষবরণ অনুষ্ঠান। পরবর্তীকালে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সরলা’র পরিবেশনা, পুতুল নাচ, নাগরদোলা, বলীখেলা, বউচি খেলা, কাবাডি খেলাসহ নানা আয়োজন।

এ ছাড়া দিনব্যাপী বৈশাখী ও লোকজ মেলা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় চবি স্মরণ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৈশাখী উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

প্রতিবছরের মতো নগরীর ডিসি হিলে নববর্ষ অনুষ্ঠানের আয়োজন করছে ‘সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদ’। আয়োজকেরা জানান, ১৪ এপ্রিল সকাল সাড়ে ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। এতে অংশ নেবে ৫০টির বেশি স্থানীয় সাংস্কৃতিক সংগঠন। পরিবেশিত হবে নৃত্য, সংগীত, আবৃত্তি, নাট্য ও লোকজ পরিবেশনা।

চবির চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘শোভাযাত্রা’। এ উপলক্ষে শিক্ষার্থীরা কাঠ, কাগজ, রংসহ বিভিন্ন উপকরণ দিয়ে লোকজ প্রতীক ও মুখোশ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

শোভাযাত্রাটি সকাল ৯টায় চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে চট্টেশ্বরী মোড়, আলমাস মোড়, কাজীর দেউড়ি মোড়, এস এস খালেদ রোড, প্রেসক্লাব ইউ টার্ন ও সার্সন রোড হয়ে পুনরায় ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হবে। সন্ধ্যায় চারুকলার মুক্তমঞ্চে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ইনস্টিটিউটের পরিচালক কাজল দেব নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আগামীকালের সমস্ত প্রস্তুতি শেষ করেছি। আশা করি, প্রতিবারের ন্যায় এবারও সুন্দরমতো আমরা বাংলা নববর্ষকে বরণ করে নিতে পারব।’

এদিকে পয়লা বৈশাখ উপলক্ষে চার স্তরের নিরাপত্তা বেষ্টনী সাজিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, সিসিটিভি নজরদারি, প্রবেশ ও বহির্গমন নিয়ন্ত্রণ এবং অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘আগামীকালের অনুষ্ঠানমালা নিয়ে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব থানাকে নির্দেশনা দিয়েছি। যেসব মূল পয়েন্টে অনুষ্ঠানের রয়েছে সেখানে বিশেষ করে শিরীষতলা, সিআরবি, ডিসি হিল এবং শিল্পকলায় আমাদের সার্বিক নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত