নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন থেকে চুরি হওয়া একটি পিকআপ ফেনীর ছাগলনাইয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) স্পেস ল্যাব চৌধুরী প্রমোজের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হচ্ছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকার চরশাহী গ্রামের শরীফুল ইসলাম (২৭), বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের আরমান হোসেন হিমু (২৭) ও একই ইউনিয়নের তাহেরপুর গ্রামের জাকির হোসেন (২৫)।
নোয়াখালীর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁদেরকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার গভীর রাতে বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের জুয়েল হোসেনের বাড়ি থেকে তাঁর একটি পিকআপ নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরদিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে গাড়িটি দেখতে না পেয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন জুয়েল। অভিযোগের ভিত্তিতে এসআই প্রমোজের নেতৃত্বে তদন্ত শুরু করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনায় জড়িত থাকা সন্দেহে জাকির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তিনি গাড়ি চুরি ও গাড়ি কোথায় রেখেছেন তা স্বীকার করেন।
আজ শুক্রবার গ্রেপ্তার আসামির স্বীকারোক্তির ভিত্তিতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ ভল্লবপুর গ্রামের দেলোয়ার হোসেন ভূইয়ার বাড়িতে অভিযান চালায় বেগমগঞ্জ থানা-পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে আন্তজেলা গাড়ি চোর চক্রের সদস্য শরীফুল ও আরমানকে গ্রেপ্তার করে এবং বিক্রির সময় চোরাই পিকআপটি উদ্ধার করে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন থেকে চুরি হওয়া একটি পিকআপ ফেনীর ছাগলনাইয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) স্পেস ল্যাব চৌধুরী প্রমোজের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হচ্ছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকার চরশাহী গ্রামের শরীফুল ইসলাম (২৭), বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের আরমান হোসেন হিমু (২৭) ও একই ইউনিয়নের তাহেরপুর গ্রামের জাকির হোসেন (২৫)।
নোয়াখালীর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁদেরকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার গভীর রাতে বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের জুয়েল হোসেনের বাড়ি থেকে তাঁর একটি পিকআপ নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরদিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে গাড়িটি দেখতে না পেয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন জুয়েল। অভিযোগের ভিত্তিতে এসআই প্রমোজের নেতৃত্বে তদন্ত শুরু করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনায় জড়িত থাকা সন্দেহে জাকির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তিনি গাড়ি চুরি ও গাড়ি কোথায় রেখেছেন তা স্বীকার করেন।
আজ শুক্রবার গ্রেপ্তার আসামির স্বীকারোক্তির ভিত্তিতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ ভল্লবপুর গ্রামের দেলোয়ার হোসেন ভূইয়ার বাড়িতে অভিযান চালায় বেগমগঞ্জ থানা-পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে আন্তজেলা গাড়ি চোর চক্রের সদস্য শরীফুল ও আরমানকে গ্রেপ্তার করে এবং বিক্রির সময় চোরাই পিকআপটি উদ্ধার করে।
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৬ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
১৯ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২৩ দিন আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৩১ জানুয়ারি ২০২৫