লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদরে এক বৃদ্ধ দম্পতি হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, চুরিতে বাধা দেওয়ায় তাঁদের হত্যার কথা আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গতকাল সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, গত বছরের ১৮ অক্টোবর বৃদ্ধ সিদ্দিক উল্লাহ কিছু জায়গা বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরেন। ওই টাকা চুরির উদ্দেশ্যে রাতে বাড়িতে ঢোকেন মামলার আসামিরা। এ সময় চুরিতে সিদ্দিক উল্লাহ ও তাঁর স্ত্রী বাধা দেওয়ায় তাঁদের শ্বাসরোধ করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যান আসামিরা। ঘটনার তিন দিন পর বাড়ি থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।
পরদিন নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে তদন্তের পর আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রত্যেক আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তদন্তে ‘চুরি করার উদ্দেশ্যে তাঁদের হত্যা’ করা হয়েছে বলে জানা গেছে। এর বাইরে আর কোনো কারণ নেই।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার চররুহিতার কামরুল হাসান (২২), একই এলাকার বেলাল হোসেন বাহার (২৮) ও রুবেল হোসেন (২৫), শাকচর এলাকার কামরুল হাসান জুয়েল (২১), একই এলাকার মো. কাউছার হোসেন (২২) ও আবুল কাশেম খোকন (৪৮)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মোসলেহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তাররা সবাই চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁদের আদালতে তোলা হবে।
লক্ষ্মীপুর সদরে এক বৃদ্ধ দম্পতি হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, চুরিতে বাধা দেওয়ায় তাঁদের হত্যার কথা আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গতকাল সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, গত বছরের ১৮ অক্টোবর বৃদ্ধ সিদ্দিক উল্লাহ কিছু জায়গা বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরেন। ওই টাকা চুরির উদ্দেশ্যে রাতে বাড়িতে ঢোকেন মামলার আসামিরা। এ সময় চুরিতে সিদ্দিক উল্লাহ ও তাঁর স্ত্রী বাধা দেওয়ায় তাঁদের শ্বাসরোধ করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যান আসামিরা। ঘটনার তিন দিন পর বাড়ি থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।
পরদিন নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে তদন্তের পর আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রত্যেক আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তদন্তে ‘চুরি করার উদ্দেশ্যে তাঁদের হত্যা’ করা হয়েছে বলে জানা গেছে। এর বাইরে আর কোনো কারণ নেই।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার চররুহিতার কামরুল হাসান (২২), একই এলাকার বেলাল হোসেন বাহার (২৮) ও রুবেল হোসেন (২৫), শাকচর এলাকার কামরুল হাসান জুয়েল (২১), একই এলাকার মো. কাউছার হোসেন (২২) ও আবুল কাশেম খোকন (৪৮)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মোসলেহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তাররা সবাই চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁদের আদালতে তোলা হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে