বরকল (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির বরকলে দুর্বৃত্তের গুলিতে এক পাহাড়ি কৃষক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিলছড়ি গ্রামে নিজ বাড়িতে লক্ষ্মী চন্দ্র চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
জানা গেছে, লক্ষ্মী চন্দ্র চাকমা (৪৫) ললিত চন্দ্র চাকমার ছেলে।
সুবলং ৭ নম্বর ইউপি মেম্বার রিটেশ চাকমা জানান, রাত পৌনে ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ললিত চন্দ্র চাকমা একজন সাধারণ কৃষক। তাঁর পরিবারে স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ১০-১২ বছর আগে ইউপিডিএফ দলে পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মী চন্দ্র চাকমা রাতের ভাত খাওয়ার পর বাড়ির আঙিনায় চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়ার মুহূর্তে দুর্বৃত্তরা এসে তাঁকে গুলি করে। এ সময় তাঁর মৃত্যু নিশ্চিত হলে তাঁরা সেখান থেকে পালিয়ে যায়।
সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি নিশ্চিত নই। তবে নিহত ব্যক্তি একজন সাধারণ মানুষ। চাষাবাদ করে ঘর-সংসার চালাত। এ রকম ঘটনা খুবই দুঃখজনক।’
এ ঘটনার ব্যাপারে বরকল থানার ওসি মো. নাছির উদ্দিন বলেন, ‘ঘটনার তদন্তে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। পরে ঘটনার ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’
রাঙামাটির বরকলে দুর্বৃত্তের গুলিতে এক পাহাড়ি কৃষক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিলছড়ি গ্রামে নিজ বাড়িতে লক্ষ্মী চন্দ্র চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
জানা গেছে, লক্ষ্মী চন্দ্র চাকমা (৪৫) ললিত চন্দ্র চাকমার ছেলে।
সুবলং ৭ নম্বর ইউপি মেম্বার রিটেশ চাকমা জানান, রাত পৌনে ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ললিত চন্দ্র চাকমা একজন সাধারণ কৃষক। তাঁর পরিবারে স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ১০-১২ বছর আগে ইউপিডিএফ দলে পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মী চন্দ্র চাকমা রাতের ভাত খাওয়ার পর বাড়ির আঙিনায় চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়ার মুহূর্তে দুর্বৃত্তরা এসে তাঁকে গুলি করে। এ সময় তাঁর মৃত্যু নিশ্চিত হলে তাঁরা সেখান থেকে পালিয়ে যায়।
সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি নিশ্চিত নই। তবে নিহত ব্যক্তি একজন সাধারণ মানুষ। চাষাবাদ করে ঘর-সংসার চালাত। এ রকম ঘটনা খুবই দুঃখজনক।’
এ ঘটনার ব্যাপারে বরকল থানার ওসি মো. নাছির উদ্দিন বলেন, ‘ঘটনার তদন্তে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। পরে ঘটনার ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে