নকল পিস্তল নিয়ে ছিনতাই করতে গিয়ে কিশোর গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ২০: ১৪

চট্টগ্রামে বায়েজিদে ছিনতাই প্রস্তুতিকালে র‍্যাবের হাতে নকল পিস্তল ও চাকুসহ কিশোর গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে বায়েজিদ থানাধীন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, আবদুল হালিম সুজন প্রকাশ বাবু (২৩), গিয়াস উদ্দিন (২৪) ও জুয়েল হোসেন (২০)। 

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোড়ে কিশোর গ্যাংয়ের ক'জন সদস্য সন্ত্রাসী কার্যকলাপের জন্য অবস্থান করছে এমন তথ্য পেয়ে র‍্যাবের একটি টিম সেখানে অভিযান চালায়। পরে ঘটনাস্থলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়। এরা পিচ্চি বাবু গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে। এ গ্যাং’র সদস্যরা নগরীতে ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত বলে জানান তিনি। 

বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত